আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকে ফের তাক লাগিয়ে দিল চিন। তারা তৈরি করে ফেলল বিশ্বের প্রথম ৩০ মেগাওয়াট পিউর হাইড্রোজেন গ্যাস টারবাইন। এর নাম রাখা হয়েছে জুপিটার ওয়ান। এটি হল বিশ্বের প্রথম হাইড্রোজেন জেনারেটর। সেদেশের বেশ কয়েকটি সংস্থা একসঙ্গে কাজ করে এই জেনারেটর তৈরি করেছে বলেই খবর।

 


হাইড্রোজেনকে চিন তার দেশের সবদিকে ছড়িয়ে দিতে চায়। ফলে সে আগে থেকে তাই তৈরি করে ফেলল হাইড্রোজেন জেনারেটর। বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে কীভাবে হাইড্রোজেনকে ব্যবহার করা যায় তা নিয়ে চিন বহুদিন ধরেই চেষ্টা করছিল। তবে এতদিন ধারা সফল হতে পারছিল না। তবে এবার তাদের এই আবিষ্কার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। 


জানা গিয়েছে এই হাইড্রোজেন জেনারেটরের ১০ টি চেম্বার রয়েছে। এখান থেকে ৪৪৩.৪৫ টন হাইড্রোজেন তৈরি করা যাবে। এই পরিমান হাইড্রোজেন প্রতি ঘন্টায় তৈরি করা যাবে। সেদেশের একটি সংবাদপত্র জানিয়েছে যদি এই পরিমান হাইড্রোজেন তৈরি করা যায় তাহলে তাদের দেশের বিদ্যুতের চাহিদা অনেকটাই কমে যাবে। এই হাইড্রোজনকে দিয়ে তারা বিদ্যুৎ তৈরিত কাজে লাগাবে। 

 


এটা সকলেই জানেন অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সবার আগে এগিয়ে রয়েছে চিন। তারা তাদের কাছে ৩১০ গিগাওয়াট সোলার প্যানেল রয়েছে। পাশাপাশি ৪০০ গিগাওয়াটের বায়ুশক্তি চালিত বিদ্যুত রয়েছে। ২০২২ সাল থেকে তারা এই কাজে প্রায় ৫৪৬ বিলিয়ন টাকা বিনিয়োগ করেছে। যার সুফল তারা পেয়েছে। এই হিসাব গোটা বিশ্বের মধ্যে করতে হলে দেখা যায় প্রায় অর্ধেক। তবে চিন বর্তমানে কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করে যা তাদের ৬০ থেকে ৬৫ শতাংশ বিদ্যুতের চাহিদা মিটিয়ে থাকে। 


যদি এই হাইড্রোজেন জেনারেটর সঠিকভাবে কাজ করে তাহলে চিন তাদের বিদ্যুতের চাহিদা অনেকটাই কমিয়ে দিতে পারবে। ফলে তাদের দেশে এত বেশি বিদ্যুৎ থাকবে যা দিয়ে তারা বহু বছর ধরে শান্তিতে বাস করতে পারবে।