আজকাল ওয়েবডেস্ক: মাঙ্কিপক্স (এমপক্স)-এর নতুন স্ট্রেনের হদিশ মিলল চীনে। সে দেশের স্বাস্থ্য দপ্তর বৃহস্পিতবার জানিয়েছে, এমপক্সের নতুন রূপ 'ক্লেড ১বি' ক্লাস্টারের খোঁজ পাওয়া গিয়েছে। গত বছর মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব জুড়ে সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারপরেই নতুন রূপে খোঁজ মিলল মাঙ্কিপক্সের।

চীনের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, কঙ্গো থেকে ফেরত এক বিদেশী পর্যটকের দেহে প্রথম 'ক্লেড ১বি'-র হদিশ মেলে। তাঁর সংস্পর্শে আসা আরও চারজনের দেহে এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। আক্রান্তদের সকলেরই সামান্য সর্দিকাশি রয়েছে। গায়ে ফুসকুরিও দেখা গিয়েছে সামন্য। কতটা ভয়ঙ্কর হতে পারে এই উপরূপ তার খোঁজ চালাচ্ছে সিডিসি।

২০২২ সালে যখন মাঙ্কি ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল তা মূলত এই ভাইরাসের ক্লেড ২ উপরূপের কারণে হয়। এই উপরূপটি তুলনামূলক ভাবে কম সংক্রমক। তবে এখন ক্লেড ১ উপরূপ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এই উপরূপটি অনেক বেশি দ্রুত হাতে ছড়িয়ে পড়ে মানু‌ষের শরীরে, এটি শরীরে প্রবেশ করলে মৃত্যুর ঝুঁকিও বাড়ে। ২০২৪ সালে মধ্য ও পূর্ব আফ্রিকায় এই ভাইরাসের প্রকোপ মারাত্মক আকারে দেখা দেয়।  কঙ্গোতে ইতিমধ্যেই মাঙ্কিপক্সের কারণে ৬০০-রও বেশি জনের মৃত্যু হয়েছে। মাঙ্কি ভাইরাসের মূলত দু’ধরনের রূপ চিহ্নিত হয়েছে, যথা ক্লেড ১ ও ক্লেড ২। চীনে হদিশ মিলেছে 'ক্লেড ১'-এর উপরূপ 'ক্লেড ১বি'-এর। 

মাঙ্কিপক্সের উপসর্গের প্রথম ধাপে প্রবল জ্বর, ক্লান্তি, শরীরে ব্যথা হবে। দ্বিতীয় ধাপে ত্বকে র‌্যাশ দেখা যাবে। তৃতীয় ধাপে ত্বকের র‌্যাশ ধীরে ধীরে লাল হয়ে ফোঁড়ার মতো আকার ধারণ করতে থাকে। হাত, পা, মুখ, পায়ের পাতা এবং শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে শুরু করবে।