আজকাল ওয়েবডেস্ক: অস্ত্রভাণ্ডার উন্নত করেই চলেছে চীন। সম্প্রতি এমন এক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে শি জিনপিংয়ের দেশ যা কি না মহাকাশ থেকেও নিক্ষেপ করা যাবে। যা কি না ভারত ও আমেরিকার জন্য উদ্বেগের বিষয় হতে পারে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা শব্দের গতির ২০ গুণ বেশি গতিতে পৌঁছতে সক্ষম। এই প্রযুক্তির সাহায্যে চীন এখন মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, এমনকি মহাকাশ স্টেশন থেকেও। এই মহাকাশ-নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলির নকশা এতটাই উন্নত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলি শনাক্ত করতে নাও পারে।
এই ক্ষেপণাস্ত্রগুলির হাইপারসনিক গ্লাইড ভেহিকেল (HGV) এর প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চীন যদি তার যে কোনও মহাকাশ স্টেশনে এই ধরনের ক্ষেপণাস্ত্র স্থাপন করে, তাহলে পৃথিবীর কমান্ড সেন্টারগুলি এগুলি নিয়ন্ত্রণ করতে পারবে। অত্যন্ত উচ্চগতির গ্লাইড ভেহিকেলগুলি প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাবে। যার ফলে সেগুলির গতিপথ অপ্রত্যাশিত এবং আটকানো কঠিন হয়ে পড়বে।
চীন ২০১০ সালে তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু করে। ২০১৭ সালের মধ্যে, তারা প্রথম সফল পরীক্ষা চালায় এবং এর পরপরই মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে। একটি আমেরিকান বৈজ্ঞানিক প্রতিবেদন অনুসারে, চীন ২০২১ সালে আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। মাত্র ১৫ বছরের মধ্যে, চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বাস্তবে পরিণত হয়েছে।
