আজকাল ওয়েবডেস্ক: একেবারে সিনেমার মতো ঘটনা — কফির কাপের তলায় লুকিয়ে ছিল সংসারভাঙার ভবিষ্যৎ! আর নির্দেশ এল কার কাছ থেকে জানেন? চ্যাটজিপিটি!

গ্রিসের এক গৃহিণী সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে অংশ নিয়ে কফির   ছবি পাঠালেন AI 'দাদা' চ্যাটজিপিটিকে। আর সে সটান জানিয়ে দিল, “স্বামী সাহেব মন দিয়ে ফেলেছেন এক ‘E’ দিয়ে শুরু হওয়া নামযুক্ত এক মহিলাকে!”

বাকিটা ইতিহাস — স্বামী বলছেন, “আমি নির্দোষ, মিথ্যে অপবাদ!”, আর স্ত্রী বলছেন, “চ্যাটজিপিটি ভুল করতে পারে না!” এখন চলছে আইনজীবীর দ্বারে দ্বারে ছোটাছুটি, কারণ AI-এর কথা আদালতে মানা যায় কিনা, তা নিয়েও দ্বন্দ্ব।

এদিকে গ্রিসের আসল কফি-ফরচুন টেলাররা বলছেন, “কফির গুঁড়ো দেখেই সব বোঝা যায় না, ফেনা আর প্লেটও লাগে!” চ্যাটজিপিটির তেমন কোন 'ফেনা' নেই, কিন্তু ফাটল ধরিয়ে দিল সংসারে!