আজকাল ওয়েবডেস্ক: অ্যাকশন মুভির ছোট্ট দৃশ্য যেন। লেপার্ড আর বিড়ালের 'ঠান্ডা লড়াই'। কেউ কাউকে আক্রমণ করেনি। ক্ষতবিক্ষত হয়নি। কিন্তু বিড়ালের উপস্থিতিতেই যেন ভয় পেয়ে পালাল লেপার্ড। একটি শিশুকে ছোঁ মেরে টেনে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির পোষ্য বিড়ালকে দেখেই ভয়ে পড়িমরি ছুটে পালাল সে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বাড়ির বাগানে ছোট্ট একটি টেন্ট রয়েছে। তার আশেপাশে খেলাধুলা করছিল এক খুদে। হামাগুড়ি দিচ্ছিল বাগানে। হঠাৎ বাগানের একপাশ থেকে একটি লেপার্ড বেরিয়ে আসে। খুদেকে ছোঁ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল লেপার্ডটি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by AI Filmmaker (@aikalaakari)
খুদের দিকে গুটি গুটি পায়ে এগিয়েও যাচ্ছিল। সেই সময়েই বাগানে হাজির 'বাঘের মাসি'। সে ছিল ওই বাড়ির পোষ্য। বিড়ালটি সেই সময় লেপার্ডের দিকে তেড়ে যায়। বিড়াল দেখেই ভয়ে গুটিয়ে যায় লেপার্ডটি। ক্রমেই ধীর পায়ে বাগান ছেড়ে আবারও জঙ্গলে পালিয়ে যায়। ততক্ষণ খুদের রক্ষাকর্তা হিসেবে বাগানেই বসেছিল বিড়ালটি।
কয়েক মিনিট পর খুনের মা বাগানে ছুটে আসেন। ভয়াবহ দৃশ্য দেখেই নিজের সন্তানকে কোলে নিয়ে ঘরে ঢুকে যায়। তখনও বাগানে রক্ষাকর্তার মতোই বসেছিল বিড়ালটি। এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পরেই সো্শ্যাল না জোর চর্চা। হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। কয়েক লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন।
একজন ভিডিওটিতে মন্তব্য করেছেন, 'বিড়ালরাই শ্রেষ্ঠ। চুপচাপ থাকলেও, এভাবেই বাড়ির সদস্যদের রক্ষা করে।' আরেকজন লিখেছেন, 'এই বিড়ালটিকে বীরত্বের জন্য পুরস্কার দেওয়া হোক।' এক যুবক লিখেছেন, 'এই কারণে বিড়াল এত ভালবাসি।' আরেক তরুণী লিখেছেন, 'মাসিকে দেখে লেপার্ড যে ভয়ে পালিয়েছে, এটিই তার প্রমাণ।'
যদিও ভিডিওর সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের একাংশের দাবি, ঘটনাটি আদতেই বাস্তবে ঘটেনি। এটি সম্পূর্ণ এআই ভিডিও। অনেকের মতে, 'Sora 2' দিয়ে ভিডিওটি বানানো হয়েছে। কেউ কেউ ভিডিওটিতে নানা খুঁত নিয়েও চর্চা করেছেন। একই ভিডিও তা থেকেই প্রমাণিত বলে মত তাঁদের।
নেটিজেনদের মতে, এআই ভিডিও ক্রমেই সোশ্যাল মিডিয়ায় রাজ করতে শুরু করেছে। যেভাবে এআই দিয়ে ভিডিও বানানো হচ্ছে, তার সঙ্গে বাস্তবের পার্থক্য খুব কম। অনেকেই মনে করছেন, ঘটনাটি বাস্তবে ঘটেছে। তা থেকে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে সাধারণ মানুষের। শুধু ভিডিও নয়, এআই ছবি ছড়িয়ে পড়ার পর থেকে আসল ছবি ঘিরেও ভুল ধারণা তৈরি হচ্ছে মানুষের মনে। ক্রমেই ফটোগ্রাফাররা এআই ছবি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিডাল ও লেপার্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই ধরনের ভিডিও দেখে বাস্তবে তা পরখ করার চেষ্টা না করতেই পরামর্শ দিয়েছেন তাঁরা।