আজকাল ওয়েবডেস্ক: অ্যাকশন মুভির ছোট্ট দৃশ্য যেন। লেপার্ড আর বিড়ালের 'ঠান্ডা লড়াই'। কেউ কাউকে আক্রমণ করেনি। ক্ষতবিক্ষত হয়নি। কিন্তু বিড়ালের উপস্থিতিতেই যেন ভয় পেয়ে পালাল লেপার্ড। একটি শিশুকে ছোঁ মেরে টেনে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির পোষ্য বিড়ালকে দেখেই ভয়ে পড়িমরি ছুটে পালাল সে। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বাড়ির বাগানে ছোট্ট একটি টেন্ট রয়েছে। তার আশেপাশে খেলাধুলা করছিল এক খুদে। হামাগুড়ি দিচ্ছিল বাগানে। হঠাৎ বাগানের একপাশ থেকে একটি লেপার্ড বেরিয়ে আসে। খুদেকে ছোঁ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল লেপার্ডটি। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by AI Filmmaker (@aikalaakari)