আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুতভাবে বেঁচে গেল বেড়াল। কীভাবে জানেন? শুধুমাত্র জল খেয়ে। গ্রীষ্মের তাপে বেঁচে থাকল আরও এক মাস। জাপানের ঘটনা।
এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টে। কীভাবে বেঁচেছিল বিড়ালটি। জানা গিয়েছে, টয়লেটের জল খেয়ে বেঁচেছিল বিড়ালটি। প্রাণী সুরক্ষা নিয়ে কাজ করা একটি সংস্থা প্রথম একটি খালি ফ্ল্যাটে বিড়ালটিকে খুঁজে পায়। স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান চিয়াকি হোন্ডা জানান, উদ্ধারকর্মীরা যখন টয়লেটের পাশে বেড়ালটিকে আবিষ্কার করে, মনে হয়েছিল সেটি মরে গেছে।
কাছে যেতে বোঝা যায় বেড়ালটি অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর কর্মীরা বেড়ালটিকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বেড়ালটি সুস্থ হয়ে ওঠে। জানা গিয়েছে, গত ৩ জানুয়ারি ওই বেড়ালটিকে রেখে চলে যাওয়া হয়েছিল ফ্ল্যাটে। যখন সেটিকে উদ্ধার করা হয় তখন দেখা যায়, বেড়ালটি খাবার এবং জল ছাড়াই ভিতরে ছিল। যখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছিল তখন ফ্ল্যাটটি প্রায় চুল্লির মতো গরম হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, জাপানের পশু নিষ্ঠুরতা আইন অনুসারে, যদি কোনও ব্যক্তি পোষ্যর সঙ্গে দুর্ব্যবহার করে বা সেটিকে পরিত্যাগ করে তাহলে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লক্ষ ইয়েন বা ৫.৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
