আজকাল ওয়েবডেস্ক: জেলের মধ্যে মাদক পাচার করতে হবে। সেজন্য অভিনব পন্থা খুঁজে বার করে ফেললেন পাচারকারীরা! মাদক পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে বিড়ালকে! এমনটাই ঘটেছে কোস্টারিকায়।
কোস্টারিকার বিচার মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পোকোসি কারাগারের রক্ষীরা একটি বিড়ালটিকে কারাগারের দেওয়াল টপকে যাওয়ার চেষ্টা করতে দেখেন।
খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে, বিড়ালটির গায়ে বাঁধা রয়েছে একটি পুঁটুলি। সিটির মধ্যে রয়েছে মাদক। ওজন করে দেখা যায় সেটিতে ২৩৬ গ্রাম গাঁজা এবং ৬৮ গ্রাম হেরোইন রয়েছে।
মন্ত্রকের তরফ থেকে ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিড়ালটি কারাগারের কাঁটাতার টপকে ভিতর ঢোকার চেষ্টা করছে। সেই সময়ই মার্জারটিকে আটক করা হয়। ভিডিওতে এও দেখা যাচ্ছে যে, কারাগারের কর্মীরা সাবধানে বিড়ালটির দেহ থেকে মাদকের প্যাকেটটি সরাচ্ছেন।
কোস্টারিকান বিচার মন্ত্রকের বিবৃতি উদ্বৃত করে একটি প্রতিবেদনে লেখা হয়েছে, "কারাগারে নিযুক্ত একজন অফিসার গ্রিন জোনে প্রাণীটিকে দেখতে পান এবং তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান। কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ। বিড়ালটিকে ধরার পড়ে প্যাকেটগুলি সরিয়ে ফেলা হয়। যার ফলে সেটির গন্তব্যে পৌঁছনো সম্ভব হয়নি।"
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিড়ালটিকে জাতীয় প্রাণী স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
