আজকাল ওয়েবডেস্ক: এক অদ্ভুত “আপরাধী” ধরা পড়েছে থাইল্যান্ডের এক থানায়—সে না কোনও গ্যাংস্টার, না চোর, বরং একটি গোলগাল আমেরিকান শর্টহেয়ার বিড়াল! নাম তার 'নুব তাং', বাংলায় অর্থ দাঁড়ায়—“টাকা গোনা”!

একজন সদয় নাগরিক তাকে রাস্তা থেকে তুলে ব্যাংকক থানায় এনে দেন। অফিসার ডা পরিনদা পাকিসুক সেই বিড়ালকে গোলাপি হারনেস পরিয়ে আদরে রাখলেন। কিন্তু এই বিড়াল একেবারে দুধের স্বভাব নয়, কামড়ানোর স্বভাব! একে একে কয়েজন অফিসারকে আঁচড়, কামড়, থাবা—সব দিলো! 

অফিসার পাকিসুক হাসতে হাসতে বললেন, “এই বিড়ালের বিরুদ্ধে পুলিশ অফিসারদের উপর আক্রমণের অভিযোগে মামলা রুজু হয়েছে। মালিক এসে জামিন না করালে হেফাজতে থাকবে!” 

পরে অফিসার সাহেব তাকে নিজের বাড়িতে নিয়ে যান। গাড়িতে বসে বাধের মাসি এমন মুখ করলেন, যেন বলছেন— “এই অনেক হয়েছে, এবার আমাকে ছাড়ো!”

পরদিন মালিক খুঁজে পেয়ে থানায় এসে দাবি করেন, বিড়ালটির নাম নুব তাং। তাকে ফেরত দেওয়ার আগে থানায় এক অভিনব নাটক—একখানা "বিড়াল-রিপোর্ট" লেখা হয়, যেখানে লেখা ছিল:
“আমি শুধু ক্ষুধার্ত ছিলাম, কাউকে কামড়াতে চাইনি।”

নুব তাং নিজেই সেই রিপোর্টে পায়ের ছাপ দিয়ে সই করে দেয়! শেষে অফিসার তাকে মৌখিক সতর্কবার্তা দিয়ে বলেন, “আর কামড়ানো চলবে না। নইলে আবার FIR হবে!” নেটদুনিয়া ফেটে পড়েছে হাসিতে। কেউ বলছেন, “এটা জীবনের সবচেয়ে কিউট কান্না"