আজকাল ওয়েবডেস্ক : কানাডা-ভারত যাত্রীদের জন্য সাময়িক স্বস্তি মিলল। তুলে নেওয়া হল বাড়তি নিরাপত্তার পরীক্ষা। ভারতগামী কানাডার যাত্রীদের জন্য অতিরিক্ত নিরাপত্তার পরীক্ষা বাতিল করা হয়েছে। এমনটাই জানিয়ে দিয়েছেন জানিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টার সিবিসি। কানাডার ফেডারেল পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, সতর্কতা হিসেবে নেওয়া এই অতিরিক্ত পদক্ষেপগুলি এখন তুলে নেওয়া হয়েছে।

 

এই অতিরিক্ত ব্যবস্থা ২০ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছিল যখন কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্রতর হয়। কানাডিয়ান এয়ার ট্রান্সপোর্ট সিকিউরিটি অথরিটি যাত্রী ও তাদের লাগেজ স্ক্যান করার ক্ষেত্রে বিশেষ পরীক্ষা চালিয়েছিল, এদের মধ্যে ছিল হাতের নমুনা সংগ্রহ, ক্যারি-অন ব্যাগ এক্স-রে পরীক্ষা এবং যাত্রীদের শারীরিক তল্লাশি।

 

এই পদক্ষেপ নেওয়ার পেছনে কারণ ছিল অক্টোবরে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন এয়ার ইন্ডিয়ার দিল্লি-শিকাগো ফ্লাইটকে বোমা আতঙ্কের কারণে কানাডার ইকালুইটে ঘুরিয়ে নেওয়া হয়। পরে বিমানে কোনও অবশ্য বিস্ফোরক পাওয়া যায়নি। সম্প্রতি কানাডা ও ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছেন খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের ১৮ জুন, ২০২৩ তারিখে কানাডার সারে-তে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত। তবে এই দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ দেখাতে পারেননি ট্রুডো।

 

এর জবাবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এই ধরণের কোনও ঘটনার সঙ্গে ভারত জড়িত নয়। কানাডার তোলা এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এরপর থেকেই ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বহুবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সাক্ষাৎ হয়েছে। তবে সেখানেও তারা এই বিষয়টি নিয়ে বিশেষ কোনও কথা বলেননি। দুই দেশের বিদেশমন্ত্রক এবিষয়ে কথা বলেছে।