আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রায় ৬৪০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন ‘রেডিয়েশন ফগ’ বা ‘টুলে ফগ’, যা শুধু দৃশ্যমানতা কমিয়েই দিচ্ছে না, বরং শ্বাসকষ্ট, হাঁপানি ও অন্যান্য শ্বাসজনিত রোগের ঝুঁকিও বাড়াচ্ছে। ঘন কুয়াশার কারণে প্রায় ১৩ মিলিয়ন মানুষকে সতর্কতা ও এয়ার কোয়ালিটি অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, নিচু স্তরে থাকা এই কুয়াশা অত্যন্ত বিপজ্জনক এবং স্বাস্থ্যের পাশাপাশি পরিবহন ব্যবস্থাকেও বড়ভাবে প্রভাবিত করছে।


কীভাবে তৈরি হয় এই ‘রেডিয়েশন ফগ’?
বিশেষজ্ঞদের মতে, রেডিয়েশন ফগ তৈরি হয় যখন সূর্যাস্তের পর মাটি হঠাৎ দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই সময় মাটি থেকে তাপ বাতাসে উঠে যায় এবং বায়ুমণ্ডলের নিম্নস্তরে আর্দ্র, ঠান্ডা বাতাস আটকে থাকে। এই অবস্থায় কুয়াশা ঘনীভূত হয়ে নিচু স্তরে ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালির ২০টি কাউন্টি এই কুয়াশায় আক্রান্ত, যেখানে ভূপ্রকৃতি সমতল হওয়ায় কুয়াশা অনেকক্ষণ ধরে স্থির অবস্থায় থেকে যায়।


দূষণ আটকে যাচ্ছে কুয়াশার ভেতরে
এই রেডিয়েশন ফগ দূষণকে চারদিকে ছড়িয়ে যেতে দেয় না; বরং উপরের উষ্ণ বায়ুর স্তর কুয়াশার ভেতরকার ঠান্ডা বায়ুকে আটকে রাখে। ফলে যানবাহন, কারখানা, গৃহস্থালি ও শিল্পকারখানার দূষিত বাষ্প ও ধূলিকণা কুয়াশার মধ্যেই থেকে যায়। বিশেষ করে PM2.5—অতি সূক্ষ্ম দূষণকণা—বাতাসে স্থির থাকে এবং তা শ্বাসনালিতে প্রবেশ করলে হাঁপানি, বুককাঠিন্য, কাশি ও শ্বাসপ্রশ্বাসের মারাত্মক জটিলতা তৈরি হতে পারে।


এই পরিস্থিতি ভারতের উত্তরাঞ্চলের বর্তমান অবস্থার সঙ্গে মিল রয়েছে, যেখানে দিল্লি সহ বিস্তৃত অঞ্চল মারাত্মক স্মগ ও দূষণের কবলে।


ড্রাইভিংয়ে বড় ঝুঁকি
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) কুয়াশাটিকে “high transportation risk” বলে অভিহিত করেছে। গত কয়েক বছরে এই কুয়াশার কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন হাইওয়েতে বড় বড় দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে ২০০৭ সালের নভেম্বর মাসে ভয়াবহ এক pile-up ঘটে, যেখানে ১০৮টি গাড়ি রেডিয়েশন ফগের কারণে পরস্পরের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই দুর্ঘটনার পর হাইওয়ে ৯৯ প্রায় ১২ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল।


ঘনত্ব বেশি হওয়ার কারণে কুয়াশার ভিতরে দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসে, যা গাড়ি চালকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এই কারণেই কর্তৃপক্ষ মানুষকে ধীরগতিতে গাড়ি চালানোর, হেডলাইট লো-বিমে রাখার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে।


টুলে ফগ
এই রেডিয়েশন ফগকে ‘টুলে ফগ’ নামেও ডাকা হয় এবং এটি ক্যালিফোর্নিয়ার শীতকালীন সিজনের একটি বার্ষিক ঘটনা। সাধারণত নভেম্বর থেকে কুয়াশা শুরু হয়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সবচেয়ে ঘন হয় এবং মার্চে গিয়ে তা মিলিয়ে যায়।


ক্যালিফোর্নিয়ার বে এরিয়া, স্যাক্রামেন্টো ভ্যালি এবং সান জোয়াকিন ভ্যালি এই সময় সবচেয়ে বেশি প্রভাবিত হয়। ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, স্যাক্রামেন্টো, ফ্রেসনো, বেকার্সফিল্ড, ওকল্যান্ড ও স্টকটন শহরে দুই মিলিয়নেরও বেশি মানুষ এই কুয়াশায় ক্ষতিগ্রস্ত।


বয়স্ক ও শিশুদের জন্য মারাত্মক বিপদ
PM2.5 কণা কুয়াশার মধ্যে স্থির অবস্থায় থাকার কারণে বয়স্ক মানুষ, শিশু এবং শ্বাসজনিত রোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কুয়াশার মাঝে এই দূষণ কণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে তাৎক্ষণিক হাঁপানি, শ্বাসকষ্ট ও চোখে জ্বালা সৃষ্টি করতে পারে।


বিশেষজ্ঞেরা বলেছেন, পরিস্থিতি খারাপ হলে মানুষকে ঘরের ভেতরে থাকার এবং বাইরে বের হলে N95 বা সমমানের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।