আজকাল ওয়েবডেস্ক: ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল জুরি ইজরায়েলের স্পাইওয়্যার কোম্পানি এনএসও গ্রুপকে ১৬৭.২৫ মিলিয়ন ডলার পেনাল্টি দিতে বলেছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন হ্যাকের ঘটনায়।
২০১৯ সালে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করে, কারণ তারা পেগাসাস নামক "জিরো-ক্লিক" স্পাইওয়্যার দিয়ে প্রায় ১,৪০০ ডিভাইসে আক্রমণ চালায়।
এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের কোনো কিছু না করেই তাদের ফোনে নজরদারি চালানো যায়। জুরি এনএসও-কে আরও ৪৪৪,৭১৯ ডলার ক্ষতিপূরণ দিতে বলেছে।
হোয়াটসঅ্যাপ বলেছে, এই রায় অবৈধ নজরদারি প্রযুক্তি নির্মাতাদের জন্য একটি কঠিন বার্তা। এনএসও অবশ্য আপিল করার ইঙ্গিত দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ছোট ও অজানা স্পাইওয়্যার কোম্পানিগুলো এখন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে।
