আজকাল ওয়েবডেস্ক: ছোট্ট ট্রিক, আর তাতেই কেল্লাফতে। তিন সপ্তাহে দুবার লটারি জিতলেন দম্পতি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ডারওয়েন, ল্যাঙ্কাশায়ারের নীল এবং তাঁর সঙ্গী সম্প্রতি নতুন বাড়িতে বসবাস শুরু করেছেন।
পরপর দু’ বার লটারি জিতে তাঁরা মনে করছেন, নতুন বসতবাড়ির কারণে এবং পোস্টকার্ড লটারিতে যোগ দেওয়ার জন্য খুলে গিয়েছে তাদের ভাগ্য। তিন সপ্তাহে দুবার লটারি জিতে নীল বলছেন, ওই নতুন বাড়িতে যাওয়ার পরেই তাঁরা বড় অঙ্কের লটারি জিতলেন।
তাঁদের পরপর দু’ বার বড় অঙ্কের লটারি জেতার পর, বাকিরা যখন ট্রিক জানতে চান, তখন পড়শিদের পোস্টকার্ড লটারিতে যোগ দেওয়ার কথা বলেন। পড়শিরাও তাতে যোগ দিয়ে লটারি জিতেছেন। এলাকার মোট ১৮ জন ওই লটারি প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন এবং তাঁদের সম্মিলিত জয়ের অর্থ ছাড়িয়ে গিয়েছে ৫কোটি। পরশিরাও লতারি জিতে উচ্ছ্বসিত। বলছেন, একসঙ্গে অনেকে মিলে লটারি জেতার আনন্দই আলাদা। তাঁরা জয়ের অর্থ নিয়ে একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করছেন। একজন তো আবার লতারি জিতে নতুন ট্যাটুও বানিয়ে ফেলেছেন।
