আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ইনফোসিসের একটি প্রতিষ্ঠান থেকে বহু কর্মীকে নিজের কাজ হারাতে হয়েছে। সেখানে বিতর্কে জড়িয়েছিলেন নায়ারণ মূর্তি। আর এবার সেই পথে হাটল আরও একটি প্রতিষ্ঠান।
ব্রিটিশ ব্রডকাস্টিংয়ের একটি বিরাট প্রতিষ্ঠান যাকে আমেরিকা থেকে চালানো হয় সেই প্রতিষ্ঠান এবার বিশেষ ঘোষণা করল। তারা জানিয়ে দিল ২৫০০ জনকে তারা চাকরি থেকে ছেঁটে বাদ দেবে। এরফলে তাদের ৭ শতাংশ কর্মী কম হবে। এই মার্কিন প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের সংখ্যা কমাতে চাইছে তাই তারা এমন একটি পদক্ষেপ গ্রহণ করবে বলেই খবর মিলেছে।
এই প্রতিষ্ঠানের ১০ টি ইউনিট থেকে তারা কর্মীদের কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এদের এই সিদ্ধান্তের ফলে এখানকার ২ হাজারের বেশি কর্মী নিজেদের কাজ হারাবেন। ফলে এই কর্মীদের মাথায় এখন থেকেই চিন্তার ভাঁজ পড়েছে। স্কাই নামের এই আইটি প্রতিষ্ঠানে বর্তমানে যারা কাজ করেন তাদের মধ্যে থেকে যাদের ছাঁটাই করা হবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে নোটিসও পাঠিয়ে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই তিনি নানা ধরণের কাণ্ড করে চলছেন। তার সঙ্গে যোগ্য সহায়তা করছেন টেলসা কর্তা ইলন মাস্কও। তিনিও ট্রাম্পের কথায় সবকিছু করতে রাজি। সেখানে ভারতে কাজ করা বিভিন্ন আমেরিকার আইটি প্রতিষ্ঠানগুলি থেকে কর্মীদের ছাঁটাই করা হবে সেটাই স্বাভাবিক। সেই কাজই এবার যেন শুরু হয়ে গেল।
তবে এতগুলি মানুষের যদি চাকরি চলে যায় তাহলে তার কতটা প্রভাব ভারতের বাজারে হবে তা নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে নানা বিতর্ক। মনে করা হচ্ছে ভারতের বাজার থেকে বিভিন্ন আমেরিকার আইটি প্রতিষ্ঠানগুলি ট্রাম্পের নীতি নিতে চলেছে। তাই তারা এই ধরণের সিদ্ধান্ত নিল। এরফলে প্রচুর ভারতীয় যারা আমেরিকার আইটি প্রতিষ্ঠানে কাজ করেন তারা বেশ চাপে পড়ে গেলেন। এবার আমেরিকার বাকি আইটি প্রতিষ্ঠানগুলি কী করবে সেদিকেই সকলের নজর থাকবে।
