আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনে তিনি বলেন, যেভাবে শান্তির দূত হয়ে পোল্যান্ড এবং ইউক্রেন সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী তা তারিফের যোগ্য। ইউরোপের এই দুটি দেশে যেভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবদিক বজায় রেখে কাজ করেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

 সেপ্টেম্বর মাসে জাতিসংঘের বৈঠক রয়েছে। তার আগে ভারতের এহেন পদক্ষেপ এই দুই দেশকে নতুনভাবে ভাবতে সহায়তা করবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক। এই প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রী এই দুই দেশে সফর করল। ভারত যেভাবে শান্তি, মানবতার দিক তুলে ধরেছে তা দেখে গোটা বিশ্বের শিক্ষা নেওয়া উচিত। এই দুই দেশ সফর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে তিনি এই দুই দেশের কাছে ভারতের নীতির দিকটি তুলে ধরেছেন।

 

 ভারত ইতিমধ্যেই ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। সেখানকার প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভারতে আসার আহ্বানও করেছেন। পাল্টা জেলেনস্কিও ভারতে আসবেন বলে কথা দিয়েছেন। ভারত বরাবরই শান্তির পক্ষে এটা দুই দেশের প্রধানকে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সময়ও ভারত নিরপেক্ষ অবস্থান নিয়েছিল। ভারতের এই অবস্থানকে আরও বেশি উৎসাহ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন যেভাবে বিশ্বের দরবারে ভারত নিজেকে নিয়ে এসেছে তা প্রশংসার যোগ্য। সকল দেশেরই ভারতের এই উদ্যোগকে দেখে শেখা উচিত।