আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ২০২০ সালে জো বাইডেনকে হত্যা করা হয়েছিল। বাইডেনের বদলে মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসানো হয়েছিল জো বাইডেনের ক্লোন!

ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, "২০২০ সালে ডো বাইডেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছি। জো বাইডেন বলে বর্তমানে কেউ নেই। ২০২০ সালেই ওনাকে হত্যা করা হয়েছে। আপনারা বাইডেন নামে যে ব্যক্তিকে দেখছেন তিনি আসলে বাইডেনের বডি ডাবলস, ক্লোন বা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি বস্তু।" অত্যন্ত গোপনে এই ষড়যন্ত্র রচিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ট্রুথ সোশালে অন্য একজন ব্যবহারকারী এই পোস্টি করেছিলেন। ট্রাম্প পরে এটি পুনরায় পোস্ট করেছিলেন।

 

?ref_src=twsrc%5Etfw">June 1, 2025

ট্রাম্পের এই দাবি ঘিরে মার্কিন রাজনীতিতে শোরগোল পড়েছে। প্রশ্ন উঠছে ট্রাম্পের দাবি যদি সত্যি হয় তবে কে বা কারা এই ভয়ঙ্কর কান্ড ঘটিয়েছে?

মার্কিন প্রেসিডেন্ট কেন এই ধরনের পোস্ট শেয়ার করেছেন তা জানা যায়নি। তবে, তিনি প্রায়শই বিতর্কিত বিষয়বস্তু সাশাল মিডিয়ায় শেয়ার করে নজরকাড়ার চেষ্টা করেন।

প্রেসিডেন্ট বাইডেন নিজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন কিনা তা নিয়ে এর আগে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছিলেন। গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার জন্য বাইডেনের অটোপেন ব্যবহারের দিকে ইঙ্গিত করেছিলেন তিনি। যা এখনও হাউস ওভারসাইট কমিটির বিবেচনাধীন। ট্রাম্প অটোপেন বলতে ইউএস ডিপ স্টেটের উল্লেখ করেছিলেন। নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপর হামলার সময়েই সামনে এসেছিল এই ডিপ স্টেট তত্ত্ব। কিন্তু কী এই ডিপ স্টেট? 

মনে করা হয়, ডিপ স্টেট হল যে কোনও প্রভাবশালী সংগঠন যারা সরকারকে কাঠের পুতুল বানিয়ে পর্দার আড়ালে থেকে সমস্ত কিছু পরিচালনা করে। এই তালিকায় প্রভাবশালী কোনও ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি সরকারেরই কোনও গুপ্তচর বিভাগ হতে পারে। যারা সামনে আসে না, কিন্তু সবটা পরিচালনা করে এবং নিজেদের স্বার্থসিদ্ধি করে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন বাইডেন। ট্রাম্পের দাবি যদি সত্য হয়, তবে ৪ বছর ধরে ক্ষমতায় ছিলেন একজন ক্লোন? এ দাবি বিস্ফোরক তো বটেই পৃথিবীর ইতিহাসে বেনজির। 

বর্তমানে ক্যানসারে আক্রান্ত জো বাইডেন। এই তথ্য জানার পর জিল বাইডেন ও তাঁর পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছিলেন ট্রাম্প।