আজকাল ওয়েবডেস্ক: সকলের বাড়িতেই কমবেশি ছারপোকা থাকে। যদি বিছানা বেশি অপরিষ্কার হয় তাহলে সেখানে ছারপোকার পরিমান বেশি হবে। এটাই সকলে জেনে থাকেন। তবে এটা অনেকেই জানেন না ছারপোকার সঙ্গে মানুষের কেন এতটা গভীর সম্পর্ক। জানলে সোজা আকাশ থেকে পড়বেন।
 
 ছারপোকার সঙ্গে মানুষের সম্পর্ক দীর্ঘ ৬০ হাজার বছর ধরে চলে আসছে। অনেকে মনে করেন যেভাবে ছারপোকারা মানুষের বিছানার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে তাতে তাদের অবাক করা ক্ষমতা সম্পর্কে জানতে পারা যায়। তারা যে মানুষের সঙ্গে বেশি থাকতে পছন্দ করে এটাই তার প্রধান প্রমাণ।
 
 গবেষকরা মনে করছেন ছারপোকা সহজে ধ্বংস করা যায় না। তাদেরকে যদি আপনি একেবারে শেষ করেও দেন তাহলেও তারা আপনার বিছানার সঙ্গে থাকবেই। কয়েকমাস পর ফের একবার দেখা যাবে খাটের আনাচেকানাচে তারা ঘুরছে। ফের তৈরি হবে নতুন ধরণের যন্ত্রণা।
 
 গবেষকরা মনে করছেন ছারপোকার সঙ্গে মানুষের একটি বিরাট সম্পর্ক রয়েছে। মানুষের রক্ত পান করে এরা বেঁচে থাকে বলে এরা জিনগত দিক থেকে মানুষের মতোই তৈরি হয়েছে। ফলে তারা আকারে ছোটো হলেও সহজে তাদের নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ফলে তারা প্রতিটি ঘরেই নিজেদের বাসা তৈরি কতে অনেক বেশি পছন্দ করে থাকে।
 
 মানুষের সংখ্যা যতটা সংখ্যায় বাড়বে সেইদিকে পাল্লা দিয়ে বাড়বে ছারপোকার সংখ্যাও। এদেরকে যতই ঘর থেকে সরিয়ে রাখুন না কেন প্রকৃতির নিয়মে এরা মানুষের রক্তের টান জন্ম থেকেই অনুভব করে থাকে। ফলে সেখান থেকে এরা অতি সহজেই ফের মানুষের দিকেই আকৃষ্ট হয়ে আসবে। 
 
 মানুষ ৬০ হাজার বছর আগে গুহাতে বসবাস করত। সেখান থেকেই ছারপোকাদের সঙ্গে মানুষের বিশেষ যোগাযোগ তৈরি হয়েছে। এরা মানুষের রক্ত পান করেই নিজেদের বংশবৃদ্ধি করে থাকে। ফলে সহজে এদেরকে নিজের থেকে সরিয়ে রাখতে পারবেন না। বিশেষ করে গ্রামীণ এলাকায় এদের বেশি করে দেখা যায়। তবে নিজের ঘর যতটা পরিষ্কার রাখতে পারবেন ততই এদের থেকে খানিকটা সামলে থাকতে পারবেন। 
