আজকাল ওয়েবডেস্ক: রক্তাক্ত রবিবারের পর, আজ সোমবারেই 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ। গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার নয়, সোমবারেই এই কর্মসূচি তাঁরা পালন করবেন। গোটা দেশের বিভিন্ন শহর থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।

গতকাল আন্দোলনকারীদের 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলন ঘিরে আবারও অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লিগ, পুলিশ বাহিনীর সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯৮ জনের। নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু। আহতের সংখ্যা শতাধিক। সোমবার থেকে বাংলাদেশে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সন্ধে ছ'টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে সারা দেশে। কারফিউ জারির পরেও রাত দশটা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনভর সংঘর্ষের পর সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সহ ২২ জন, ঢাকায় ১১, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৮, নরসিংদীতে ৬, সিলেটে ৫, কিশোরগঞ্জে ৫, বগুড়ায় ৫, মাগুরায় ৪, রংপুরে ৪, পাবনায় ৩, মুন্সিগঞ্জে ৩, কুমিল্লায় পুলিশ সহ ৩, শেরপুরে ২, জয়পুরহাটে ২, ভোলায় ১, হবিগঞ্জে ১, ঢাকার কেরানীগঞ্জে ১, সাভারে ১, বরিশালে ১ জন, কক্সবাজারে ১, গাজীপুরের শ্রীপুরে ১ জন সহ মোট ৯৮ জন নিহত হয়েছেন।