আজকাল ওয়েবডেস্ক: রবিবারের পর সোমবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের ডাকা 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘিরে আবারও উত্তাল বাংলাদেশ। কারফিউয়ের মাঝেই বিভিন্ন শহর থেকে মিছিল করে ঢাকায় আসছেন আন্দোলনকারীরা। এদিকে শহিদ মিনারের সামনেও জড়ো হয়েছিলেন কয়েকশো আন্দোলনকারী। তাঁদের সরাতেই কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেডও ব্যবহার করছে পুলিশ।

অগ্নিগর্ভ পরিস্থিতিতে আবারও বাংলাদেশ জুড়ে সম্পূর্ণ বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। গতকাল অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়তেই মোবাইল ইন্টারনেট, ফোর-জি পরিষেবা বন্ধের ঘোষণা করা হয়েছিল। তবে চালু ছিল ব্রডব্যান্ড পরিষেবা। সোমবার সকালে সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধুমাত্র রবিবারের সংঘর্ষেই এ পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। গতকাল ৯৮ জনের মারা গিয়েছিলেন। সোমবার সকালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকশো ভর্তি হাসপাতালে।