আজকাল ওয়েবডেস্ক: বিশ্বব্যাপী অস্থিরতা এবং উত্তেজনার আবহে চার প্রখ্যাত জ্যোতিষী বাবা ভাঙা, নসত্রাদামুস, আথোস সালোমে এবং নিকোলাস আওজুলা ২০২৫ সালকে কেন্দ্র করে একাধিক ভয়াবহ ভবিষ্যদ্বাণী করেছেন। যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই বছরেই বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যুদ্ধ শুরু হতে পারে যাতে ঘটতে পারে মানবজাতির পতন। বুলগেরিয়ার প্রখ্যাত জ্যোতিষী বাবা ভাঙা জানাচ্ছেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে ভয়াবহ ভূমিকম্প দেখা দেবে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, যা মানবজাতির পতনের সূচনা করবে।
ফরাসি ভবিষ্যদ্বক্তা নসত্রাদামুস তার এক বিখ্যাত বইয়ে লিখেছিলেন, যুক্তরাজ্যে ঘটে যাওয়া এক নিষ্ঠুর যুদ্ধের কথা। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন এক নতুন মারাত্মক মহামারির। যা কোভিড-১৯ এর মতো হতে পারে, আবার বিশ্বজুড়ে আতঙ্কও ছড়িয়ে দিতে পারে। ‘জীবন্ত নসত্রাদামুস’ নামে খ্যাত আথোস সালোমের মতে দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে ব্রাজিলিয়ান মনোবিদ এবং ‘জীবন্ত নসত্রাদামুস’ নামে খ্যাত আথোস সালোমে দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় আসন্ন। সবচেয়ে খারাপ সময়টা এখনও বাকি রয়েছে। এই যুদ্ধ শুধু মানুষের নয় বরং প্রযুক্তি ও সাইবার অস্ত্র দিয়েও হবে।
একবিংশ শতাব্দীর যুদ্ধে ব্যবহৃত হবে একাধিক নতুন যুদ্ধপদ্ধতি। তাঁর কথায়, ‘এটা শুধু মানুষের নয়, যন্ত্রেরও যুদ্ধ’। লন্ডনের হিপনোথেরাপিস্ট ও ভবিষ্যদ্বক্তা নিকোলাস আওজুলার মতে, বছরের মাঝামাঝি সময়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তার মতে, ধর্ম এবং জাতীয়তাবাদের নামে মানুষ একে অপরের বিরুদ্ধে অমানবিক ও ভয়ঙ্কর সহিংসতা চালাবে। এই ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী এমন এক সময়ে এসেছে যখন বিশ্বের একাধিক ক্ষমতাশালী দেশের মধ্যে উত্তেজনা চলছে। সদ্য ভারত-পাক সংঘাতের পরিস্থিতি শান্ত হলেও সীমান্তে এখনও উত্তেজনা রয়েছে। এমনকি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও কোনও সমাধান হয়নি। যদিও এই ভবিষ্যদ্বাণীগুলি সত্যি হবে কিনা, তা সময়ই বলবে।
