আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ফেরে মাথা চাড়া দিয়েছে। এমনকি করোনার নতুন ভ্যারিয়েন্ট খানিকটা হলেও বেগ দিচ্ছে সকলকে। যারা ঘুরতে পছন্দ করেন তারা এখন এই দেশগুলিকে ভ্রমণ করবেন না। তাতে তাদেরই লাভ হবে।


চিন:  এখান থেকেই করোনার উৎপত্তি হয়েছিল। তাই এই দেশে ভ্রমণ থেকে এখন বিরত থাকাই উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়ে দিয়েছে করোনা থেকে সাবধান থাকতে হলে চিন দেশে ভ্রমণ করা চলবে না।


সিঙ্গাপুর:  এটিও এমন একটি দেশ যেখান থেকে করোনা প্রবলভাবে মাথাচাড়া দিয়েছিল। এমনকি নতুন যে ভ্যারিয়েন্ট নিয়ে হৈচৈ হয়েছে সেটিও এই দেশ থেকেই প্রথম শুরু হয়েছিল। এখানে বর্তমানে হাসপাতালে করোনাতে আক্রান্ত হয়েছে ৩৫০ জন ভর্তি রয়েছেন। 


তাইওয়ান: এই দেশেও করোনার বাড়বাড়ন্ত রয়েছে। এখানকার সরকার ইতিমধ্যেই করোনা নিয়ে বিশেষ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়ে দিয়েছে। বেশ কয়েকটি প্রোটোকলও জারি করা হয়েছে। পর্যটকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।


হংকং:  করোনার নতুন ভ্যারিয়েন্ট এই দেশেও তার প্রভাব দেখিয়েছে। এখানকার সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। ফলে এখানে যাওয়া বেশ ক্ষতিকর হতে পারে।


মার্কিন যুক্তরাষ্ট্র:  মার্কিন দেশের কয়েকটি জায়গাতেও এখন ভ্রমণ না করাই শ্রেয়। এর তালিকাতে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওহিও রয়েছে। এখানেও করোনার নতুন ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত রয়েছে। ফলে এখানেও যাওয়া এখন ক্ষতিকর হতে পারে। 


তবে যদি নেহাত ভ্রমণের নেশা চাপে তাহলে এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে। সঠিকভাবে নিজেকে সুস্থ রাখুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মগুলি মেনে চলুন। যেখানেই যাবেন নিজের ট্রাভেল ইনস্যুরেন্সটি করে রাখুন। এটি বিরাট বিপদ থেকে আপনাকে রক্ষা করবে।