আজকাল ওয়েবডেস্ক: নানা সময়ে একাধিক বেসরকারি সংস্থায় ওভার টাইম কিংবা বসের কড়াকড়ি, অফিসের সময়ের পরেও কাজের চাপের অভিযোগ উঠেছে। তবে এবার অফিস সময় শেষ হলেই, কর্মী চাইলে আর নাও ধরতে পারেন বসের ফোন। দিব্যি এড়িয়ে যেতে পারেন মেল বক্সে অআসা মেলও। এটা কর্মীদের অধিকার।
সোমবার এমনই এক অভিনব নিয়ম সূচনা হল অস্ট্রেলিয়ায়। এদিনের পর থেকে অস্ট্রেলিয়ানদের কাছে অফিস সময় শেষ হলে বসের ফোন, মেল এড়িয়ে যাওয়ার অধিকার থাকবে। এতে কেউ জবাবদিহি করতে পারবেন না।
করোনা কালের পর থেকেই নাকি এই নিয়ম নিয়ে ভাবনা চিন্তা চলছিল। প্রশাসন চাইছিল কর্মীদের কর্মজীবন এবং ব্যক্তিজীবনের মধ্যে ফারাক থাকুক।
অস্ট্রেলিয়া ইনস্টিটিউট ফর ফিউচার ওয়ার্কের একটি পরিসংখ্যান বলছে, সেখানে কর্মীরা সপ্তাহে অন্তত সাড়ে পাঁচ ঘণ্টা ওভারটাইম করেন এবং অফিস কর্তৃপক্ষকে তার জন্য কোনও মূল্য দিতে হয় না কর্মীকে। ওয়াকিবহাল মহলের মতে, কর্মীদের কাজের জন্য একটা নির্দিষ্ট সময় থাকা দরকার এবং সেই সময়ের শেষে তাঁদের আর অফিসের কাজ, কাজের ভাবনা মাথার মধ্যে বিয়ে নিয়ে যাওয়ার কোনও দরকার নেই। সেখানকার বিশিষ্ট ব্যক্তিরাও নানা সময়ে এই মতামত প্রকাশ করেছেন।
আইন আগে পাশ হলেও, অস্ট্রেলিয়ার এই নিয়ম মূলত ন্যাশনাল সিস্টেম এমপ্লয়িজদের জন্য কার্যকর হবে ২৬ আগস্ট থেকে। অন্যদের জন্য এই নিয়ম কার্যকরী হওয়ার সম্ভাবনা ২০২৫ থেকে। এই নয়া নিয়ম চালু হলে তা কাজে ভারসাম্য আনবে বলে মত ওয়াকিবহাল মহলের।
তবে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, যোগাযোগের কারণ যদি জরুরি হয়, আগে থেকে যদি তা বলা থাকে, এবং কর্মীর দায়িত্ব, অফিসে তার ভূমিকা যদি বিশেষ হয়, তাহলে প্রয়োজনে তাঁকে যোগযোগ করতে হবে অফিস সময়ের পরেও।
