আজকাল ওয়েবডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জুন্টা বাহিনী। এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮০ জনের বেশি। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্তঘেঁষা রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালটি বোমা হামলার শিকার হয়।
ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন আউং জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান হাসপাতালে বোমাবর্ষণ করে। তিনি বলেন, "পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি এবং মনে হচ্ছে আরও বাড়বে। আহতের সংখ্যা ৬৮।"
এদিকে হাসপাতালে হামলার বিষয়ে কিছু জানায়নি মিয়ানমার সামরিক বাহিনী। জুন্টার কোনও মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগও করা যায়নি।
আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা করেছে মিয়ানমার জুন্টারা। ভোটই লড়াইয়ের অবসানের পথ বলে দাবি করছে তারা। কিন্তু বিদ্রোহীরা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় এই নির্বাচন হতে দেবে না। এসব এলাকা পুনর্দখলে বর্তমানে লড়াই চালাচ্ছে সামরিক সরকার। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে জুন্টা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিমান থেকে ফেলা বোমা হাসপাতালের রিকভারি ওয়ার্ডে আঘাত হানে, অন্যটি ভবনটির মূল কাঠামোকে নিশানা করে ফেলা হয়। বৃহস্পতিবার ভোরে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারীর মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়। তার মতে, বিস্ফোরণে হাসপাতালের বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গিয়েছে এবং কাছাকাছি থাকা ট্যাক্সি ও মোটরসাইকেল-সহ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
