আজকাল ওয়েবডেস্ক: কিছুতেই যেন নিজের অবস্থান থেকে সরতে পারছে না পাকিস্তান। ফের একবার আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল তাদের। জাতিসংঘ মানবাধিকার পরিষদে পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে কড়া সমালোচনা করলেন বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও ইউএন ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নয়্যার। এই ঘটনার পরই জাতিসংঘের মঞ্চে পাকিস্তান ফের একবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে।
সভাটি শুরু হয়েছিল সম্প্রতি কাতারে ইজরায়েলের বিমান হামলা নিয়ে আলোচনার মধ্য দিয়ে। এই সময় পাকিস্তান কাতারের পক্ষে অবস্থান নিয়ে ইজরায়েলি হামলার নিন্দা জানায়। পাকিস্তানের বক্তব্য ছিল: “আমরা কাতারে ইজরায়েলের অবৈধ ও নৃশংস বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাই।”
কাতারের পক্ষে পাকিস্তানের বক্তব্যের পরপরই নয়্যার পাল্টা তোপ দাগেন। তিনি পাকিস্তানকে উল্লেখ করে বলেন, “আমরা আন্তর্জাতিক আইনের বিষয়ে অনেক কথা শুনেছি বিশ্বের সবচেয়ে বড় লঙ্ঘনকারীদের কাছ থেকে। এখন সময় এসেছে অপরাধীদের মুখোশ খুলে দেওয়ার। পাকিস্তান হল আরেকটি সন্ত্রাসের পৃষ্ঠপোষক।” তিনি কাতারকেও সরাসরি অভিযুক্ত করে বলেন, কাতার সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এবং রাজধানী দোহায় হামাস নেতাদের বিলাসবহুল হোটেলে রাখছে। সেখান থেকে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা করে।
Today at the U.N. I asked Qatar: “If you don’t want targeted bombings on terrorists in your capital, why do you harbor terrorists in your capital? Why is your Al Jazeera serving as Hamas' non-stop propaganda arm? Why do you act as mediator by day, and a terror sponsor by night?” https://t.co/xi2EZlC5B7 pic.twitter.com/tTghv5JK4U
— Hillel Neuer (@HillelNeuer)Tweet by @HillelNeuer
নয়্যার প্রশ্ন তোলেন: “যদি আপনার রাজধানীতে সন্ত্রাসীদের টার্গেট করে হামলা না চান, তবে কেন তাদের সেখানে আশ্রয় দেন? যারা এখনও জিম্মিদের আটকে রেখেছে, নির্যাতন করছে এবং শান্তি চুক্তি প্রত্যাখ্যান করছে?” তিনি আরও বলেন, কাতার ২০০৭ সালে গাজা দখলের সময় হামাসকে সমর্থন করেছিল। “আপনারা দিনে মধ্যস্থতাকারীর ভান করেন, আর রাতে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করেন কেন?” তিনি আরও যোগ করেন, “রেকর্ডে থাকুক, কাতার সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র। উপসাগরীয় দেশগুলো নিজেরাই ২০১৭ সালে এই কথা বলেছিল, যখন তারা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।”
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের ভণ্ডামির অভিযোগও তোলেন নয়্যার। তিনি বলেন, গুতেরেস কাতারে ইজরায়েলের বিমান হামলার নিন্দা করেছেন অথচ যখন ওসামা বিন লাদেন নিহত হন, তখন তিনি মন্তব্য করেছিলেন “এমন এক আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর জন্য ন্যায়বিচার সম্পন্ন হয়েছে।”
আরও পড়ুন: রাশিয়ার কামচাটকা উপকূলে ফের ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নয়্যারের বক্তব্য চলাকালীন পাকিস্তানের এক কূটনীতিক তাকে বাধা দিয়ে বলেন, “আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ও কটুক্তি প্রত্যাখ্যান করি।” তবে UNHRC-র চেয়ার নয়্যারের বক্তব্য সমর্থন করে তাকে চার সেকেন্ড সময় দেন বক্তব্য শেষ করার জন্য। সেই সময়ে নয়্যার ফের একবার বলেন, “ পাকিস্তান আরেকটি রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্ঠপোষক।” তার এই বক্তব্য শেষ হতেই পাকিস্তানি প্রতিনিধি নির্বাক হয়ে পড়েন।
এর আগে মঙ্গলবার ইজরায়েল দাবি করে তারা দোহায় হামাস নেতাদের টার্গেট করেছে। যদিও হামাস জানায়, তাদের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেছেন। ওই হামলায় ছয়জন নিহত হন। এর মধ্যে পাঁচজন হামাস সদস্য যাদের কেউই শীর্ষ পর্যায়ের নেতা নন এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন।
