আজকাল ওয়েবডেস্ক: বার্ড ফ্লু-এর প্রাদুর্ভাবে আমেরিকা জুড়ে ডিমের ঘাটতি দেখা দিয়েছে। এরই মাঝে একজন সরবরাহকারী সংস্থার এক লক্ষ ডিম চুরি করে নিয়ে গেল চোরেদের দল। ঘটনাটি ঘটেছে পেনসিলভেনিয়ায়। পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া ডিমগুলির বাজারদর প্রায় ৪০ হাজার ডলার। 

পুলিশ জানিয়েছে, এই অপরাধ সম্পর্কে তাদের কাছে অতিরিক্ত কোনও তথ্য নেই। তদন্ত চলছে। একটি বিবৃতিতে ডিম সরবরাহকারী সংস্থাটি এই চুরি সম্পর্কে জানিয়েছে। ঘটনার তদন্তে তারা পুলিশের সঙ্গে সহায়তাও করছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

আমেরিকার জুড়ে ডিমের ঘাটতি দেখা দিয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এক কার্টন (প্রতি কার্টনে ১০ অথবা ১২টি) ডিমের দাম এখন ৭ ডলার। দেশজুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ডিমের দাম রেকর্ড ভেঙেছে। লক্ষ লক্ষ মুরগি মারা গিয়েছে। মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুসারে, মধ্য-পশ্চিমাঞ্চলে এখন এক ডজন বড় ডিমের পাইকারি দাম গড়ে ৭.০৮ ডলার। যা দু'বছর আগের দামের প্রায় সাত গুণ। নিউ ইয়র্কে এক ডজন ডিমের দাম ১১.৯৯ ডলার। শহরের বিভিন্ন প্রান্তে ক্রেতা প্রতি মাত্র তিন কার্টন ডিম কেনার অনুমতি দেওয়া হয়েছে।

কৃষক গোষ্ঠী 'ইউনাইটেড এগ প্রডিউসারস'-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে বার্ড ফ্লু-র প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রায় ১১ কোটি মুরগি মারা গিয়েছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত তিন কোটি  মুরগিকে মেরে ফেলতে হয়েছে। এর ফলে দোকানগুলিতে ঘাটতি দেখা দিয়েছে।