আজকাল ওয়েবডেস্ক: বেড়াতে গিয়ে একে একে চিরতরে হারিয়ে গেছেন ২০ হাজার মানুষ। কখনও সড়কপথে, কখনও বা বিমানে করে ওই জায়গায় একবার ঢুকে পড়লে, আর কেউ ফিরে আসেননি। দুই একবার কয়েকটি কঙ্কালের হদিশ পাওয়া গেলেও, কয়েক দশক পেরিয়ে গেলেও বেশিরভাগ মানুষের খোঁজ আজও মেলেনি। জানেন জায়গাটি কোথায়? 

 

'আলাস্কা ট্রায়াঙ্গেল'। মার্কিন যুক্তরাষ্ট্রের এই জায়গার দক্ষিণে জুনাও এবং অ্যাংকোরেজ এবং উত্তরে উপকূলীয় শহর উটকোয়েগভিগ অবস্থিত। ত্রিভুজাকৃতি এই অঞ্চলে জনবসতির হার অত্যন্ত কম। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজার মানুষ এই এলাকায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন। 

 

১৯৭২ সালে প্রথমবার এই অঞ্চলটি ঘিরে রহস্য দানা বাঁধে। মার্কিন কংগ্রেসম্যান হেল বোগস, নিক বেগিচ একটি বিমানে অ্যাংকোরেজ থেকে জুনাও যাচ্ছিলেন। যাওয়ার পথে বিমান সহ তাঁরা নিখোঁজ হন। টানা ৪০ দিন তল্লাশি অভিযান চালিয়েও তাঁদের কোনও খোঁজ মেলেনি। এমনকী নিখোঁজ বিমানের কোনও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। 

 

১৯৭০ সালে 'আলাস্কা ট্রায়াঙ্গেল'-এ ঘুরতে গিয়ে ২৫ বছরের এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর গভীর জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার করা হয়। কীভাবে ২০ হাজার মানুষ ভ্যানিশ হয়ে গেছেন, সেই রহস্যের কিনারা এখনও করা যায়নি। অনেকেরই ধারণা, ওই এলাকার বন্যপ্রাণীর হামলায় পর্যটকরা প্রাণ হারিয়েছেন। যদিও তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।