আজকাল ওয়েবডেস্ক: গত বৃহস্পতিবারের ভয়াবহ দুর্ঘটনায় শিউরে উঠছে গোটা বিশ্ব। এখনও সকলের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। বিমানের যাত্রী, কর্মী এবং ওই মেডিক্যাল কলেজের ছাত্রাবসের পড়ুয়া-কর্মী মিলিয়ে ২৭০ ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। আহমেদাবাদের হাসপাতালে স্বজনহারাদের হাহকার, অপেক্ষা। তারপরেও, এই কয়েকদিনেই বারবার একাধিক সমস্যা উঠে আসছে এয়ার ইন্ডিয়া বিমানে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি নজরে পড়ায় হং কং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে মাঝ রাস্তা থেকে পুনরায় হং কং ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তথ্য, সোমবার সকালে হংকং থেকে উড়ান শুরু হয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট AI315-এর। দিল্লির অভিমুখে রওনা হওয়ার পর বিমানের ত্রুটি নজরে আসে বলে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর। জানা গিয়েছে, বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সেই সময় স্ট্যান্ডার্ড সুরক্ষা প্রোটোকল মেনে, পাইলট মূল স্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
জানা গিয়েছে, বিমানটি সুরক্ষিতভাবে হং কং-এ পৌঁছেগিয়েছে। যদিও বিমান সংস্থার তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি, কোনও বিবৃতিও জারি করা হয়নি।
তবে, অনলাইন ট্র্যাকার ফ্লাইটর্যাডার ২৪-এর তথ্য, যাত্রীবাহী বিমানটি উড়ানের ৯০ মিনিট পর ফের হং কং বিমানবন্দরে ফিরে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সকল যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামাণ হয়েছে। সুরক্ষিত সকলেই।
