আজকাল ওয়েবডেস্ক: বর্তমান পৃথিবীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ধীরে ধীরে মানুষের স্থান দখল করছে। পাশাপাশি বিজ্ঞানীদের একটি নতুন বিষয় মানুষের জন্য আতঙ্ক সৃষ্টি করছে।
ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সুভাষ কাক অদ্ভুত একটি দাবি করেছেন। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে মানুষের চাকরিও প্রতিস্থাপন করা হবে। যেটা টার্মিনেটর ধাঁচের হত্যাকাণ্ডের চাইতেও ভয়াবহ। তার ফলে ২৩০০ সালের মধ্যে পৃথিবীতে মাত্র ১০০ মিলিয়ন (দশ কোটি) মানুষের অস্তিত্ব থাকবে।
ব্রিটেনের ‘দ্য সান’ সংবাদপত্রে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ওই অধ্যাপক একথা বলেছেন। তিনি সতর্ক করে জানান, অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে জনসংখ্যার ব্যাপক হ্রাস হবে।
কম্পিউটার বা রোবটের আচরণ নিয়ে তিনি বলেছেন, ‘কম্পিউটার বা রোবট কখনই সচেতন হবে না। বরং আক্ষরিক অর্থেই তারা সেটাই করবে যেটা মানুষ করে।’ তাঁর দাবি, জীবনের বেশিরভাগ কাজই প্রতিস্থাপন করা যেতে পারে। এমনকি অফিসের কোনও সিদ্ধান্ত গ্রহণও প্রতিস্থাপন করা সম্ভব। তাই এটি সমাজ তথা বিশ্বের জন্য ধ্বংসাত্মক হতে চলেছে।
অধ্যাপক আরও যোগ করেছেন, ‘কিছু জনসংখ্যাবিদ পরামর্শ দিচ্ছেন যে এর ফলে বিশ্বের জনসংখ্যা হ্রাস পাবে। ২৩০০ থেকে ২৩৮০ সালের মধ্যে সমগ্র পৃথিবীতে জনসংখ্যা মাত্র ১০ কোটিতে নেমে আসতে পারে। এখন যা প্রায় ৮০০ কোটি (৮ বিলিয়ন)।’
