আজকাল ওয়েবডেস্ক: এআই কী করতে পারে তার ফের বিরাট উদাহরণ সামনে উঠে এল। এই পরীক্ষা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল একদল মানুষ। আলাস্কা সাগরে জলের নিচে টানা ২০ মিনিট ধরে একটি তিমি মাছের সঙ্গে কথা বললেন এক ব্যক্তি। একদল বিজ্ঞানীরা বহুদিন ধরে এই কাজটি করার চেষ্টা করছিলেন। তাদের প্রধান ছিল চিকিৎসক ব্রেন্ডা ম্যাককোয়ান।
এই পরীক্ষা করা সহজ ছিল না। কারণ যদি বেগতিক হয়ে যেত তাহলে তিমি মাছের আক্রমণে প্রাণ যেতে পারত এক চিকিৎসকের। তবে তিনি অতি সাবধানী পদক্ষেপ ফেলে ধীরে ধীরে এই অসম্ভবকে সম্ভব করে তোলেন।
জলের নিচে একটি মাইক্রোফোনকে ব্যবহার করা হয়। সেখানে তিমি মাছের কথাকে রেকর্ড করা হয়। নিমেষে সেই কথা মানুষকে বুঝিয়ে দেয় এআই। এরপর তাকে পাল্টা মানুষের কথা তিমির ভাষায় বুঝিয়ে দেয় এআই। এমন করেই টানা ২০ মিনিট ধরে মানুষের সঙ্গে তিমি মাছের কথাবার্তা চলে। তিমিরা যে ভাষায় গান করে তাকেও সহজে বুঝিয়ে দেয় এআই।
যে তিমি মাছটির সঙ্গে কথা বলা হয়েছিল সেটি ছিল প্রায় ৬০ ফুট লম্বা। ওজন ছিল প্রায় ৪০ টন। ফলে যদি কথা আদানপ্রদানে সামান্য এদিক ওদিক হত তাহলে সেখান থেকে তিমির হামলার শিকার হতে পারতেন ওই ব্যক্তি। তবে সেটা হয়নি। বাকিরা দূর থেকে গোটা বিষয়টি রেকর্ড করেছে। যেভাবে এই প্রক্রিয়া সফল হয়েছে তাতে খুশি সকলেই।
এই কাজের সফলতার পর বিজ্ঞানীরা মনে করছেন এমন করে প্রতিটি প্রাণীর সঙ্গে তারা কথা বলতে পারবেন। যদি সেটাই হয় তাহলে সেখান থেকে পৃথিবীর সমস্ত প্রাণীর সুবিধা অসুবিধা অতি দ্রুত বোঝা যাবে। এমনকি তাদের সঙ্গে তাদের ভাষাতেই কথা বলা যাবে। সেখানে মানুষের সঙ্গে প্রাণী জগতের যে দূরত্ব একদিন চলেছে সেখান থেকে অতি দ্রুত বেরিয়ে আসা যাবে।
