আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর বয়স কত, পৃথিবীর আয়ু কত এসব নিয়ে আলোচনা চলেই দিনরাত। বিশ্ব উষ্ণায়ন-সহ একাধিক বিষয় পৃথিবীকে কোন পরিণতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আলোচনা তা নিয়েও। সম্প্রতি এক তথ্য বলছে, বিজ্ঞানীরা ইতিমধ্যে খোঁজ পেয়েছেন এক অবাক করা তথ্যের। ওই তথ্য অনুযায়ী, যখন পৃথিবীতে আর মানুষ থাকবে না, তখন নাকি পৃথিবী শাসন করবে কেবল এক প্রাণী।
জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এসবের কারণে পৃথিবীর সমূহ ক্ষতি হচ্ছে, মনুষ্য জগতের ক্ষতি হচ্ছে, বারবার আলোচিত হয়েছে এই বিষয়গুলি। এই পরিস্থিতিতে অনেকে বলছেন, পৃথিবীতে এক যুগের শেষ হলে, স্বাভাবিক নিয়মে শুরু হবে অন্য এক যুগের। কিন্তু লক্ষ্যণীয় একযুগের শেষে বদল ঘটেছে আরও অনেক কিছুর। যারা এক সময় পৃথিবী শাসন করেছে বিলুপ্তি ঘটেছে তাদের। উদাহরণ হিসেবে আবার উঠে আসে ডায়নোসরের নামও। এবার যদি বিলুপ্তি ঘটে মানুষের! তারপর উঠে আসবে কারা?
সর্বভারতীয় এক সংবাদ সংস্থা জানাচ্ছে, বিজ্ঞানীদের দাবি এবার উঠে আসবে অক্টোপাস। কিন্তু অক্টোপাস কেন? কারণ বর্তমান সামুদ্রিক জীবনের অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয় তাকেই। বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই এই প্রাণীকে নিয়ে।
বিজ্ঞানীরা দাবি করছেন, পৃথিবীতে যেদিন আর মানুষ থাকবে না, এই আটপেয়ে জীব শাসন করবে পৃথিবী। বিজ্ঞানীদের মতে লাগাতার যুদ্ধ, জলবায়ুর পরিবর্তনের কারণে, এক সময় নিজেদের বিপদ নিজের দিকে আনবে মানুষ। আর সেই সুযোগ নেবে অক্টোপাস। এমনিতেই মনে করা হয়, অক্টোপাস পৃথিবীর সবচেয়ে সম্পদশালী, অভিযোজিত, বুদ্ধিমান প্রাণী। জটিল সমস্যার সমাধান যেমন করতে পারে, তেমনই তৈরি করতে পারে নির্ভুল ক্লোন। সঠিক পরিবেশ পেলে তারা তৈরি করে ফেলব সভ্যতা।
