আজকাল ওয়েবডেস্ক: থাইল্যান্ডের লোপবুরি শহরে ঘটেছে এক অভূতপূর্ব “মিষ্টি বিপর্যয়”! হাজার হাজার বানর এখন শুধু চকলেট-চা-জুস খেয়ে কামতৃপ্তির সন্ধানে—এতটাই বেপরোয়া যে শহরবাসী ঘরবন্দি, ব্যবসা বন্ধ, রাস্তাঘাট এখন বানরদের যৌন রণক্ষেত্র।

জানা গেছে, শহরের ঐতিহ্যবাহী “মনকি বুফে ফেস্টিভ্যাল”-এ পর্যটকেরা অতিরিক্ত হারে বানরদের হাতে তুলে দিয়েছিলেন মিষ্টি, সফট ড্রিংকস, চকোলেট, সেরিয়াল ও ফলের রস। ফলাফল? বানরদের যৌন-উল্লাসময় বিদ্রোহ!
৩৫০০-এর বেশি ম্যাকাক বানর এখন শহরের রাস্তায় দলবেঁধে লড়াই করছে—কার গ্যাং হবে লোপবুরি শহরের রাজা, সেই নিয়েই চলছে হিংসাত্মক সংঘাত।

এক বাসিন্দা কুলজিরা বলেন, “আমরা খাঁচায় থাকি, আর বানরগুলো বাইরে স্বাধীনভাবে রাজত্ব করে। এখন তারা গাড়ি ভাঙচুর করে, বাজার লুট করে, আর বাচ্চাদের খেলনা চুরি করে পালায়!” এক বিক্রেতা সোমসাকস্রী জানহোন বলেন, “এই বানররা এখন প্রেমিক না, লুটেরা! খাবার তো দূরের কথা, আয়নাও নিয়ে পালায়!”

এই “ম্যাকা মাদক বিপ্লব” সামাল দিতে এবার জাতীয় উদ্যান বিভাগ শুরু করেছে ‘স্টেরিলাইজেশন অভিযান’। ২০২০ সালে বেশ কিছু বানরকে কাঁঠাল ও আম দিয়ে ফাঁদে ফেলে বন্ধ্যাকরণ করা হয়েছিল, এবার ফের সেই পন্থাতেই ফিরছে সরকার।

লোপবুরির এই ঘটনা যেন এক অদ্ভুত “চকোলেট কামনা কাহিনি”—যেখানে বানরেরা শুধু মিষ্টি খেয়ে শহরটাই বানিয়ে ফেলেছে একটা বিশাল যৌন-অভিযানের মঞ্চ!
আগামী বার কেউ বানরকে ক্যান্ডি দেওয়ার আগে দু’বার ভাবুন।