আজকাল ওয়েবডেস্ক: একটা বাক্য। আর ওই বাক্যই বদলে দিয়েছে এডি রিচের জীবন। এখন তাঁর বয়স ৬৮। এখনও তিনি সপ্তাহে রোজগার করছেন ১২লক্ষের বেশি।
কী এমন বাক্য! ঘটনাই বা কী? সালটা ১৯৯৫। এডি রিচ তাঁর প্রতিবেশীর শিশুর জন্য এক ক্রিসামসে সান্তা ক্লজ সাজতে রাজি হয়ে যান। যদিও তিনি এই বিষয়ে খুব একটা কিছু জানতেন না। কিন্তু অনুরোধও ফেলতে পারেননি। ভেবেছিলেন তিনি সান্তা হলে যদি ওই শিশু খুশি হয়, তাহলে নয় কেন? ব্যাস সেই শুরু। এখন ক্রিসমাসের মরশুমে মাসে ৪৪ লক্ষ পর্যন্ত আয় করছেন বর্ষীয়ান এডি।
এখন হাতে সময় রয়েছে তাঁর। প্রযুক্তির উন্নতির দিনে সবসময় সান্তা সেজে রাস্তায় যেতে হয় এমনটাও নয়। অনেক সময় বাড়িতেই সান্তা ক্লজ সেজে ভিডিও বানান। সেসব ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাঁর ছেলে, ৩২ বছরের ক্রিস তাঁকে সাজসজ্জা, স্ক্রিপ্ট লেখা, ভিডিও করায় সয়াহতা করেন।
এডি মূলত রিং লাইট, স্ট্যান্ড এবং আইফোনের সহায়তায় পরপর ভিডিও রেকর্ড করে থাকে। এডি মনে করছেন, এই পদ্ধতিতে তিনি যথেষ্ট রোজগার করছেন। তাঁর ঘর বা স্টুডিও, যেখানে তিনি ভিডিওগুলি রেকর্ড করছেন, ওই জায়গাটি ক্রিসমাসের থিমে সাজানোই থাকে এই সময়টায়। স্থানীয় সান্তা থেকে অনলাইনের জনপ্রিয় সান্তা, তাঁর জীবন বদলে গিয়েছে বিস্তর।
