আজকাল ওয়েবডেস্ক: বেশিবয়সে খুব কম মহিলারই গর্ভধারণ ক্ষমতা থাকে। এই অসম্ভবকে এক প্রকার তুড়ি মেরে সম্ভব করলেন জার্মানির এক বৃদ্ধা। তাঁর বয়স ৬৬ বছর। দশমবারের জন্য মা হলেন তিনি।ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বৃদ্ধা । তিনি তাঁর সন্তানের নাম রেখছেন ফিলিপ। জানা গিয়েছে, সন্তান এবং মা দুজনেই এখন সুস্থ রয়েছন। জন্মের সময় শিশুটির ওজন ছিল ৭ পাউন্ড ১৩ আউন্স।
ওই বৃদ্ধা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বয়সে এসেও কোনও রকমের কৃত্রিম উপায় ছাড়াই তিনি মা হতে পেরেছেন। তাঁর কাছে পরিবারের গুরুত্ব কতটা তাও তিনি সংবাদমাধ্যমের সামনে জানান। নিজেকে এখনও তিনি ৩৫ বছরের যুবতী মনে করেন এই কথাও শোনা গিয়েছে তাঁর মুখ থেকে। বৃদ্ধা আরও জানিয়েছেন, তাঁর নবম সন্তানের বয়স এখন দু'বছর। অন্যদিকে প্রথম সন্তানের ৪৬ বছর বয়স।
ওই বৃদ্ধার চিকিৎসক জানিয়েছেন, ৬৬ বছর বয়সে এসেও বৃদ্ধা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রয়েছেন। যার কারণে এই অসাধ্য সাধন হয়েছে। ডাক্তারের কথায়, গর্ভপাতের অস্ত্রপচার খুব একটা জটিল ছিল না। প্রসবের সময় স্বাভাবিক অবস্থায় ছিলেন বৃদ্ধা।
বৃদ্ধা তাঁর সুস্থ জীবনযাপনের বিবরণ দিয়ে বলেছেন, তিনি পুষ্টিকর খবার খেতেন। ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতেন, দৌড়তেন, এমনকী কোনও রকমের নেশায় তিনি অভ্যস্ত ছিলেন না। যার ফলে তিনি এই বয়সে এসেও মাতৃত্বের স্বাদ পেয়েছেন।
