আজকাল ওয়েবডেস্ক: সারাদিন ধরে কতটা জল অপচয় করেন আপনি। উত্তর যদি দিতে না পারেন তাহলে হয়তো হাসির ছলে উড়িয়ে দেবেন। তবে বিশ্বের এই দেশের সামনে জল নিয়ে এবার তৈরি হতে চলেছে বিরাট বিপদ।


কাবুলের নাম আমরা সকলেই শুনেছি। কাবুলিয়াওলা গল্পের সঙ্গে আমরা পরিচিত। এই গল্পটি প্রতিটা মানুষের মনে মিথ হয়ে রয়েছে। আর এবার সেই কাবুলেই শেষ হতে চলেছে জলের ভান্ডার। কাবুলে বর্তমানে ৬ মিলিয়নের বেশি মানুষ বাস করেন। এটি বিশ্বের প্রথম দেশ হবে যেখানে আর জল পাওয়া যাবে না।


এই তথ্য সামনে আসতেই সেখানে বিরাট হইচই পড়ে গিয়েছে। আফগানিস্তার রাজধানীতে মাটির নিচের জল একেবারে শেষের দিকে। যেভাবে বিশ্বে আবহাওয়ার পরিবর্তন হয়েছে সেখানে ২০৩০ সালেই কাবুলের মাটি থেকে আর জল উঠবে না।


গবেষকরা মনে করছেন কাবুল থেকেই এই সমস্যা শুরু হতে চলেছে। এবার বিশ্বের বাকি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে। ইউনিসেফের রিপোর্ট অনুসারে কাবুলে বেশিরভাগ জল আসে মাটিতে থাকা গভীর নলকূপ থেকে। সেখান থেকে আর জল উঠছে না। আর বাকি যে জলটুকু রয়েছে সেখানে রয়েছে ভয়ঙ্কর আর্সেনিক। এই জল পান করা প্রায় মৃত্যুর সমান।


বিশেষজ্ঞরা মনে করছেন কাবুলে ২০০১ সালে যেখানে ১ মিলিয়ন মানুষ ছিল সেখানে এখন ৬ মিলিয়ন হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে জলের চাহিদা বেড়েছে। ক্রমাগত মাটির নিচ থেকে যত্রতত্র জল তোলা হয়েছে। যে পরিমানে মাটি থেকে জল তোলা হয়েছে তেমনভাবে জল মাটিতে প্রবেশ করেনি। 


কাবুলে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার নলকূপ রয়েছে। সেখানকার বেশিরভাগ জায়গা থেকে জল উঠছে না। ২০২৩ সালের ইউএন রিপোর্ট থেকেই দেখা গিয়েছিল কাবুলের প্রায় ৪৯ শতাংশ এলাকায় জল নেই। 


কাবুলের মেয়র জানিয়েছেন এখানে ধনী এবং গরিবের মধ্যে ভেদাভেদ এতটাই তীব্র যে তার ফায়দা তুলছে একশ্রেণির মানুষ। তারা এবার জল নিয়ে শুরু করে কালোবাজারি। ফলে গরিবরা আগামীদিনে হয়তো জল না খেয়ে মারা যেতে পারে। বড়লোকের ঘরেই হয়তো ঢুকবে জলের ড্রামগুলি।