আজকাল ওয়েবডেস্ক: ফসিল হল সময়ের এমন এক টাইম মেশিন যার হাতে অতীতের বহু রহস্যের চাবিকাঠি রয়েছে। বর্তমান সময়ের মানুষের জ্ঞানের ভান্ডার গড়ে তুলতে ফসিল হল একটি তেমনই চাবি দক্ষিণ নিউজিল্যান্ড থেকে এমনই এক বিরল ফসিল হাতে পেলেন বিজ্ঞানীরা।
 
 বিজ্ঞানীদের হাতে বহু পুরাতন এক পেঙ্গুইনের ফসিল হাতে এসেছে। এটি প্রায় ৫৭ মিলিয়ন বছর আগের। এই ফসিলটি দেখে একেবারে আকাশ থেকে পড়েছেন সকলেই। কারণ যে আকার তাদের সামনে এসেছে তাতে তাদের অবাক না হওয়ার কারণ ছিল না। এর ওজন ছিল আনুমানিক ১৫৪ কেজি। বর্তমান সময়ের পেঙ্গুইনের তুলনায় যা অনেকটা বেশি।
 
 কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই দানব পেঙ্গুইন নিয়ে সমস্ত তথ্য সকলের সামনে এনেছেন। তারা এটিকে নিউজিল্যান্ডের একটি জাদুঘরে রেখেছেন। তারাও জানিয়ে দিয়েছেন এই দানব পেঙ্গুইনের বয়স ৫৭ মিলিয়ন বছর। ওটাগো সমুদ্রতীরের একটি পাথর থেকে এর ফসিলটি পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে ডাইনোরা যে সময় হারিয়ে গিয়েছিল তার ঠিক পরেই এই দানব পেঙ্গুইনরা নিজেদের রাজত্ব শুরু করে।
 
 সাধারণ পেঙ্গুইনদের থেকে এরা আকারে ছিল অনেকটা বড়। এদের দেহের ওজন থেকে সেটাই জানা যায়। এদের পাখনা ছিল অনেক বড় এবং শক্তিশালী। ফলে জলের নিচে এরা অতি সহজেই রাজত্ব করতে পারত। এদের বংশধররা কালের নিয়মে আকারে ছোটো হয়ে গিয়েছে। 
 
 এরা গোটা সমুদ্রে শাসন করত। জলের অনেক গভীরে গিয়ে থাকতে পারত। সমুদ্রের অন্য প্রাণীরাও এদের আকার দেখে ভয় পেত। বরফের মধ্যেও এরা অতি সহজেই বেঁচে থাকতে পারত। এদের বিরাট চেহারার ফলে জলের নিচে বহুদিন ধরে থাকতে পারত। সেখানকার প্রাণীরা ছিল তখন এদের খাদ্য। তবে এমন একটা সময় আসে যখন এদের খাবার ফুরিয়ে আসে। ফলে তখন থেকেই এরা জল ছেড়ে ডাঙার দিকে উঠে আসতে থাকে। এটাই এদের কাল হল।ডাঙার প্রাণীদের হাতেই জীবন গেল।
