আজকাল ওয়েবডেস্ক: মানুষের শরীরে কখন কোন অসুখ বাসা বাঁধছে গোপনে, অনেক সময় খুব দেরী না হওয়ার আগে বুঝতে পারেন না অনেকেই। কিছুটা আগে বোঝা গেলে, বর্তমান উন্নত চিকিৎসা ব্যবস্থার সময়ে, চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেন অনেকেই। অসুখ ধরা পড়ার পরেই সেই কারণে দ্রুত চিকিৎসা শুরুর পরামর্শ দেন চিকিৎসকরা।
চিকিৎসার পর বিরল রোগের কঠিন সময় পেরিয়ে এখন অনেকটা সুস্থ ৪৭ বছরের স্কট। চিকিৎসকেরা তো বলেছিলেন, তাঁর বেঁচে থাকার সময়কাল মাত্র ২ বছর। তবে এখন ২ বছর পেরিয়ে গিয়েছে। অনেকটাই সুস্থ সে। পরিকল্পনা করছেন, বিরল রোগ এবং তার পরবর্তী চিকিৎসা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন।
সালটা ২০১৭। তখন থেকেই তিনি শরীরে বাসা বাঁধা বিরল রোগের কথা জানতে পারেন ধীরে ধীরে। হঠাৎ করেই শিরশিরানি অনুভব করেন আঙুলে। চিকিৎসকেরা জানান, তিনি সিস্টেমিক স্কলেরোসিস রোগে আক্রান্ত, যা এক ধরনের স্কলেরোডার্মা। এতে ত্বকের অংশ পাতলা হয়ে যায় এবং ওই অংশের চামড়া ধীরে ধীরে শক্ত হয়ে যায়। এই রোগ গুরুতর শারীরিক সময়া তৈরি করতে পারে, চিকিৎসকেরা জানিয়েছিলেন শুরুতেই।
২০১৮ থেকে শুরু হয় কেমোথেরাপি। এক সময়ে সপ্তাহে একটি করে কেমো এবং ২৫০ করে ওষুধ খেতে হত তাঁকে। তবে বর্তমানে অনেকটাই ভালো রয়েছেন। এখন আগের মতো ওষুধ খেতে হয় না এত পরিমাণে। স্কট পরিকল্পনা করছেন, এই সময়, তিনি ওই বিরল রোগ সম্পর্কে সচেতনতা বার্তা ছড়াবেন সাধারণের মধ্যে।
