আজকাল ওয়েবডেস্ক: বিনোদন পার্কে আবারও ভয়ঙ্কর দুর্ঘটনা। এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি জয়রাইড। পেন্ডুলামের মতো ঘোরে এই জয়রাইডটি। যার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য রোজ মুখিয়ে থাকেন অগণিত মানুষ। এবার সকলের চোখের সামনেই সওয়ারিদের নিয়ে ভেঙে পড়ল আস্ত জয়রাইড। তাও আবার কয়েক ফুট উঁচু থেকে। 

 

জয়রাইডটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই উপর থেকে নীচে ছিটকে পড়েন সওয়ারিরা। সকলে আর্তনাদ শুনেই আশেপাশের সকলে ছুটে আসেন। কয়েক মিনিটের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে ভরে ওঠে। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা দেখে স্তম্ভিত সাধারণ মানুষেররা। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। 

 

জানা গেছে, কমপক্ষে ২৩ জন গুরুতর আহত হয়েছেন। যাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার পরেই বিনোদন পার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন সাধারণ মানুষ। যা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছে তারা। 

 

আরও পড়ুন: অশনি সংকেত! অতি প্রবল বৃষ্টি ৫ জেলায়, জারি লাল সতর্কতাও, আগামী সপ্তাহেও চরম দুর্ভোগ এই জেলাগুলিতে

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। গত ৩১ থেকে আগস্ট, বৃহস্পতিবার। বিনোদন পার্কটি তইফের কাছেই ছিল। হাদা এলাকায় রয়েছে গ্রিন মাউন্টেইন পার্কটি। প্রতিদিন বহু মানুষের সমাগম হয় এই পার্কে। বৃহস্পতিবারেও হাজার হাজার মানুষের ভিড় ছিল। সেই বিনোদন পার্কেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। 

 

জানা গেছে, ৩৬০ ডিগ্রি জয়রাইডের অভিজ্ঞতার জন্য মুখিয়ে ছিলেন সওয়ারিরা। অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন এই জয়রাইডের অভিজ্ঞতার জন্য। পেন্ডুলামের মতো ঘোরায় এই জয়রাইড। সেদিন রাতে জয়রাইডের গোলাকার ক্যারোসেলটি হঠাৎ করেই মাঝখান থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে‌। মুহূর্তের মধ্যে কয়েক মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়ে সেটি। 

 

সেই সময় অনেকেই বসেছিলেন এই রাইডে। উপর থেকে তাঁরাও নীচে ছিটকে পড়েন। সকলেই কমবেশি আহত হয়েছেন। ২৩ জন গুরুতর আহত হয়েছেন। তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।‌ অল্পের জন্য সকলের প্রাণ রক্ষা পেয়েছে। 

 

দুর্ঘটনার পর উপস্থিত সকলেই চিৎকার করে ওঠেন। দ্রুত ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল।‌ দুর্ঘটনার পরপরই বিনোদন পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে৷ কী ভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, জয়রাইডে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, নজরদারির অভাবে ছিল কিনা, তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তইফের এই দুর্ঘটনা বিনোদন পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। 

 

?ref_src=twsrc%5Etfw">July 31, 2025

সৌদি আরবের বিনোদন পার্কের জয়রাইড ভেঙে পড়ার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা যায় না। এই ধরনের জয়রাইড চালানোর আগে বারবার পরীক্ষা করা উচিত। নাহলে এরকম বড় দুর্ঘটনা ঘটতেই থাকবে।' আরেকজন লিখেছেন, 'যান্ত্রিক ত্রুটি থাকলে, তার ঘিরে কড়া পদক্ষেপ করা উচিত পুলিশের।'