আজকাল ওয়েবডেস্ক: বাড়ির মধ্যে গল্পে মশগুল ছিলেন। সামনেই বসে পরিচিত এক ব্যক্তি। হঠাৎ চলল পরপর গুলি। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন ১৭ বছরের ইনফ্লুয়েন্সার। বাড়ির মধ্যেই মৃত্যু হল তাঁর। পাকিস্তানি কিশোরীর ভয়াবহ পরিণতিতে হতবাক সকলে। দেশের মধ্যেই কিশোরীর উপর ভয়ঙ্কর হামলার ঘটনায় শিউরে উঠেলেন সাধারণ মানুষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের জি-১৩ সেক্টরে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম, সানা ইউসুফ। চিত্রলের বাসিন্দা ছিলেন। ইনস্টাগ্রামে পাঁচ লক্ষ ফলোয়ার ছিল তাঁর। চিত্রলের সংস্কৃতি, নারী শিক্ষার অধিকার, নারীদের জীবনযাপন নিয়ে ভিডিও বানাতেন সানা। সেগুলো পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। নারী শিক্ষার অধিকারের বার্তা দিয়ে কম বয়সেই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিলেন সানা।
সূত্রের খবর, সোমবার সানার সঙ্গে বাড়িতে দেখা করতে এসেছিলেন এক ব্যক্তি। গল্পের মাঝে হঠাৎ সানাকে লক্ষ করে পরপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় সানাকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সেখানেই তাঁর দেহ ময়নাতদন্ত করা হবে।
পুলিশের আশঙ্কা, খুনের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। সানার পরিচিত কোনও ব্যক্তিই পরিকল্পনা করে তাঁকে খুন করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
