আজকাল ওয়েবডেস্ক: ঘরে সাপ পুষছো। সেই সাপ একদিন তোমাকেই ছোবল মারবে। কথাগুলি ২০১১ সালে বলেছিলেন হিলারি ক্লিন্টন। উদ্দেশ্য পাকিস্তান। তখন তাদের বিরুদ্ধে তালিবানকে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। এখন সেই তালিবানই ছোবল মারবে পাকিস্তানকে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ হাজার তালিবান সেনা বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিয়েছে। লক্ষ্য কি ইসলামাবাদ? আফগানিস্তানের পাকতিকায় পাকিস্তানি বিমানহানার প্রতিশোধ নেবে তালিবান? যদিও দুই দেশের তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমল জেলায় পর পর বিমানের হানা চালায় পাকিস্তান। এই হামলায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। মোট সাতটি গ্রামকে নিশানা করা হয়েছিল। মুর্গ বাজার এলাকাট সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় এই হামলায়। সূত্রের খবর, পাকিস্তানের লক্ষ্য ছিল সীমান্তের কাছে তালিবানের গোপন ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া।
পাকিস্তানের তালিবান গোষ্ঠী ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ (টিটিপি) সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সে দেশের সেনার উপর হামলা করেছে। পাকিস্তানের অভিযোগ, এই হামলাগুলির সঙ্গে জড়িতদের ঠাঁই দিচ্ছে আফগান তালিবানরা। যদিও টিটিপি-র জঙ্গিদের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে দাবি করেছিল তালিবান। মঙ্গলবার পাকিস্তানের অতর্কিত আক্রমণের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল তালিবান সরকার। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারাজমি এই হামলার নিন্দা করে বলেন, “হানার মূল লক্ষ্য ছিল ওয়াজিরিস্তান শরণার্থীরা। বেশ কয়েকজন শিশু এবং মহিলার মৃত্যু হয়েছে।“ এই হামলায় চুপ করে বসা থাকা হবে না বলেও হুঁশিয়ারিও দিয়েছিল তালিবান। এই ঘটনার ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই সীমান্তের উদ্দেশে রওনা হলেন তালিবান যোদ্ধারা।
