আজকাল ওয়েবডেস্ক: ১০৬ বছর বয়স। এখনও হেসেখেলে দিব্যি কাটাচ্ছেন সময়। ক্লান্তি নেই শরীরে। বিশ্রামের সময়টুকু বাদ দিলে, সারাদিন গল্প, আড্ডায় মেতে থাকেন। গায়ের চামড়া কুঁচকে গেছে। কিন্তু এখনও নিজেকে বৃদ্ধা ভাবতে নারাজ এডিথ হিল। ১০৬ বছরে পা দিয়েও চুটিয়ে জীবন উপভোগ করছেন। শতায়ু হওয়ার রহস্য কী? এবার তা নিয়েই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন এডিথ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ১০৬ বছর বয়সি এডিথ ব্রিটেনের বাসিন্দা। ১৯১৯ সালে তাঁর জন্ম। দু'টি বিশ্বযুদ্ধ দেখেছেন, ব্রিটেনে ২৩ প্রধানমন্ত্রীকে ক্ষমতা দখল করতে দেখেছেন। এককথায়, ব্রিটেনের বহু ইতিহাসের সাক্ষী তিনি। এতগুলো বছর পার করেও তাঁর জীবনীশক্তি মুগ্ধ করে দেয় সকলকে। এখনও এত প্রাণবন্ত কীভাবে?
সংবাদমাধ্যমকে এডিথ জানিয়েছেন, তিনি বরাবরই মিষ্টি খেতে ভালবাসেন। কখনও সিগারেট খাননি, মদ্যপান করেননি। ছোট থেকেই স্বাধীন জীবনযাপন ছিল তাঁর। রোজ চকোলেট আর নিয়মিত পার্টির করার জন্যেই দিব্যি শতবর্ষ পার করতে পেরেছেন। মাত্র কয়েকবছর তিনি একটি কেয়ার হোমে থাকেন। সেখানে এসেও সকলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছেন।
এডিথ আরও জানিয়েছেন, ডার্ক চকোলেট নয়, মিষ্টি চকোলেট তাঁর বেশি প্রিয়। পার্টিতে মদ্যপান না করলেও, খাওয়াদাওয়া, নাচগান এবং সকলের সঙ্গে আড্ডা দিতে তাঁর ভীষণ ভাল লাগে। নিত্যদিনের ডায়েটে একটি গোটা চকোলেট থাকে। এর জন্যেই ১০৬ বছরেও তাঁর ক্লান্তিবোধ হয় না।
