আজকাল ওয়েবডেস্ক: নমস্কার করেনি। এই ছিল ‘অপরাধ’। এই অপরাধে এক যুবককে অপহরণ করে মারধর, এমনকী হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়।
পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত যুবক পুলিশকে জানিয়েছেন, গত ১ নভেম্বর রাতে তিনি বাড়ির বাইরে বসেছিলেন। তখনই প্রতিবেশী পাঁচ ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন। প্রত্যেকেই মদ্যপ ছিলেন। যুবকের অভিযোগ, নমস্কার না করায় ওই পাঁচ ব্যক্তি যুবককে সেখানেই মারধর করতে থাকেন। এমনকী যুবকের মাথায় বন্দুকও ঠেকায় অভিযুক্তরা। এরপরই যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় একটি ফার্ম হাউসে। নির্যাতিত যুবক রবি জানিয়েছেন, সেখানে তাঁকে মারধর করা হয়। এমনকী শূন্যে কয়েকবার গুলিও ছোড়া হয়। পুলিশ জানিয়েছে, একটি ফার্ম হাউস থেকে গুলির আওয়াজ এসেছিল। ঘটনাস্থলে যেতেই আসল ঘটনা জানতে পারে পুলিশ। যুবকের অভিযোগের ভিত্তিতে পাঁচ ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
