আজকাল ওয়েবডেস্ক : বর্তমানে গোটা ভারতীয়র কাছে আধার কার্ড রয়েছে। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই এই আধার কার্ড থেকে আপনি পেতে পারেন ২ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন। মানুষের জীবনে প্রয়োজনের শেষ নেই। তাই যেকোনও সময় পার্সোনাল লোন নিয়ে সেই প্রয়োজন মিটিয়ে ফেলেন অনেকেই। তবে অনেক সময় দেখা গিয়েছে বিভিন্ন জায়গা থেকে পার্সোনাল লোন পেতে হলে সেজন্য চড়া হারে সুদ দিতে হয়।

 

 এর থেকে বাঁচতেই কেন্দ্রীয় সরকার বিশেষ এই ব্যবস্থা চালু করেছে। পিএম আধার কার্ড লোন স্কিম ২০২৪ নামে এই লোনটি চালু রয়েছে। যেকোনও ব্যাঙ্কে গিয়ে আপনি এই পার্সোনাল লোনটি নিতে পারেন। নিজের ব্যবসা থেকে শুরু করে ঘরের নানা ধরণের প্রয়োজন মেটাতে এই পার্সোনাল লোন অনেকটাই মানুষকে সুবিধা দিয়েছে। এটি ফেরত দেওয়ার সুদও থাকবে আপনার নাগালের মধ্যে। কীভাবে আবেদন করবেন এই লোনের জন্য দেখে নিন।

 

প্রথমে আপনাকে সেই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেখান থেকে আপনি লোন করবেন।

 

এরপর হোম পেজ থেকে লোনের জন্য আবেদন করতে হবে।

 

এরপর কোন ধরণের লোন নেবেন তা আপনার সামনে আসবে।

 

লোন নেওয়ার ফর্মটি খুলে যাবে আপনার সামনে।

 

সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে, সেখানে আপনার বিস্তারিত তথ্য থাকবে।

 

এরপর ফর্মটি জমা করতে হবে অনলাইনেই।

 

এরপর লোনের জন্য আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করা হবে।

 

সমস্ত তথ্য যদি সঠিক থাকে তবেই আপনার লোন পাস হবে।