আজকাল ওয়েবডেস্ক : মুম্বইয়ের হোস্টেলে আত্মঘাতী হবু অগ্নিবীর তরুণী। নৌসেনার প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরেই আত্মহত্যা, প্রাথমিক অনুমান পুলিশের। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও বাঁচানো যায়নি তরুণীকে। কেরালার বাসিন্দা ওই তরুণী মুম্বইতে অগ্নিবীর হওয়ার প্রশিক্ষণ নিতে এসেছিলেন। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। প্রসঙ্গত, অগ্নিবীর প্রকল্পে চার বছরের জন্য সেনায় নিয়োগ হয়ে থাকে। এর মধ্যে ছয়মাসের প্রশিক্ষণ এবং সাড়ে তিন বছরের কর্মজীবন। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেনায় কাজ চালিয়ে যাওয়ার আবেদন জানানো যেতে পারে। তবে ভবিষ্যতে তারা সেনাবাহিনীতে কাজ করতে পারবেন কিনা তা অবশ্য বিবেচনাধীন।
