আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর মাঝেও মন পড়ে থাকত ভাগ্নের কাছে। সংসারে কিছুতেই মন টিকত না। ভাগ্নের স্পর্শ পেলেই বুকে তোলপাড়। মনে মনে বিয়ের সাধও ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল। স্বামীর ভাগ্নেকেই বিয়ে করলেন মামী। বিয়ের পর কোনও আক্ষেপ নেই তাঁর। সম্পর্কের পরিণতিতে বেজায় খুশি তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের জামুইয়ে। জানা গেছে, আয়ুষী কুমারী নামের যুবতী বিয়ের পর স্বামীর ভাগ্নের প্রেমে পড়েছিলেন। গত দু'বছর লুকিয়ে প্রেম করতেন তাঁরা। পরিবারে জানাজানি হতেই বিপত্তি ঘটে। সংসার ছেড়ে স্বামীকে ডিভোর্স দেন। এরপর ভাগ্নের সঙ্গে মামীর প্রেমের সম্পর্ক পরিণতি পায়। 

 

ভাগ্নেকে ভালবাসার কথা আগেই স্বীকার করে নিয়েছেন আয়ুষী। জানিয়েছেন, স্বামীর সঙ্গে থাকাকালীন, মনে মনে ভাগ্নেকেই ভালবাসতেন তিনি। শ্বশুরবাড়িতে নিত্যদিন মানসিক নির্যাতনের শিকার হতেন। ভাগ্নেই ছিল একমাত্র মনের মানুষ। দ্বিতীয়বার বিয়ে করে লুকিয়ে প্রেমের কথাও জনসমক্ষে জানিয়েছেন তিনি। 

 

সম্প্রতি একটি মন্দিরে গিয়ে বিয়ে করেছেন তাঁরা।‌ কয়েকজনকে সাক্ষী রেখে মালাবদল করেন। মামীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন তরুণ। বিয়ের পর যদিও গ্রামবাসীরা তীব্র সমালোচনা করেছেন। কিন্তু কোনও সমালোচনার তোয়াক্কা করছেন না আয়ুষী। তাঁর কথায়, 'প্রেম তো যখন-তখন হয়। আমার ভালবাসা পরিণতি পেল।'