আজকাল ওয়েবডেস্ক: 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে বিপত্তি। অভিনেতা অল্লু অর্জুনকে দেখতে গিয়ে দর্শকদের ভিড়ে তুমুল গন্ডগোল। সামলাতে গিয়ে হিমশিম খেল পুলিশ। 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৩৫ বছর বয়সি এক যুবতী। গুরুতর আহত হয়েছে যুবতীর ন'বছরের সন্তান। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারে জমজমাট ভিড় ছিল। কিছুক্ষণেই আরও দর্শকের সমাগম হয়। তুমুল ভিড়ের মধ্যে পদপিষ্ট হন এক যুবতী ও তাঁর নাবালক সন্তান। 

গতকাল ছবির প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা অল্লু অর্জুন। তাঁকে আরও কাছের থেকে দেখার জন্য দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। থিয়েটারের গেটের বাইরেও হাজার হাজার দর্শক জড়ো হয়েছিলেন। তুমুল ভিড়ে বন্ধ হয়ে থিয়েটারের গেট। কেউ সেখান থেকে বেরিয়ে যেতে পারছিলেন না। ভিড় সামলাতে ময়দানে নামে পুলিশ। 

হাজার হাজার দর্শকের ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। তাতেই ঘটে বিপত্তি। লাঠির বাড়ি থেকে পালিয়ে বাঁচার সময় পদপিষ্টের ঘটনাটি ঘটে। ভিড়ের মধ্যে পদপিষ্ট হন যুবতী ও তাঁর সন্তান। দু'জনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাঁর নাবালক সন্তান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।