আজকাল ওয়েবডেস্ক: বিয়ের দু'দিন আগে হঠাৎ বিপত্তি। ভয়াবহ হামলায় গুরুতর আহত পাত্র। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হামলার জেরে কোমায় চলে গেছেন তিনি। বর্তমানে ভেন্টিলেশনে। ২৮ বছরের তরুণের এহেন পরিস্থিতির জন্য পাত্রীকেই দায়ী করল পরিবার। পাত্রীর বিরুদ্ধে অভিযোগ পেয়েই পুলিশের চোখ ছানাবড়া রীতিমতো। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। পুলিশ জানিয়েছে, ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ২৮ বছরের গৌরব নামের তরুণের। কিন্তু ১৭ এপ্রিল থেকে তিনি কোমায় এবং ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর বাঁচার আশা প্রায় নেই। পরিবারের অভিযোগ, পাত্রী নেহার প্রেমিক ও তাঁর বন্ধুবান্ধব গৌরবকে বেধড়ক মারধর করেন। তার জেরেই তরুণের এই হাল। 

 

পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, ১৭ এপ্রিল বাড়ি ফেরার পথে আর্দশ নগর এলাকায় গৌরবের উপর হামলা করেন সৌরভ, তাঁর বন্ধু সোনু ও আরও কয়েকজন যুবক। সৌরভ গৌরবের হবু স্ত্রী নেহার প্রেমিক ছিলেন। নেহার নির্দেশেই লাঠি, ব্যাট দিয়ে গৌরবকে ব্যাপক মারধর করা হয়। তাঁর দুই পা, এক হাত ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মাথায় মারাত্মক চোট পেয়েছেন। 

 

হাসপাতালে ভর্তির আগেই পরিবারকে সৌরভের কথা জানান গৌরব। এমনকী এও জানান, নেহার নির্দেশেই তাঁকে মারধর করেন সৌরভ ও তাঁর বন্ধুরা। তদন্তে আরও জানা যায়, ১৫ এপ্রিল গৌরব ও নেহা বাগদান সারেন। তাঁর আগেও গৌরবকে হুমকি দিয়েছিলেন সৌরভ। পুলিশে অভিযোগ জানানোর পর, প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন সৌরভ। এবার বিয়ে ভেস্তে দিতে মারধর করলেন। দু'জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চলছে।