আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে নানা ধরনের বিষয় ছড়িয়ে পড়ে। কিছু বিষয় নিয়ে চর্চা হয়, কিছু বিষয় নিয়ে প্রশস্তি ছড়ায়। কিছু কিছু পোস্ট দেখে আবার হেসে গড়াগড়ি খান নেটিজেনরা। তেমনই এক ভিডিও এখন চর্চায়। ভিডিও ছড়িয়ে পড়তেই, নেটপাড়ায় এখন চর্চা জোর। 

কী রয়েছে ভিডিওতে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বউমার হাত ভর্তি মেহেন্দি। স্বাভাবিকভাবেই কাজ করতে পারছেন না যুবতী। আর ঠিক সেই সময়ে, তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন শ্বশুর। তিনি বউমাকে রান্নায় সহযোগিতা করছেন। সাম্প্রতিক সময়ে, যেখানে দেশের নানা জায়গা থেকে বারে বারে শ্বশুরবাড়ির অত্যাচার, পণের জন্য চাপ, পুত্রবধূকে খুনের অভিযোগ উঠে এসেছে, কোথাও অভিযোগ খুন করে দেহ লোপাট, কোথও অভিযোগ আত্মহত্যায় প্ররোচনার, সেখানে এই মিষ্টি মুহূর্ত থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। একজন স্নেহশীল শ্বশুর এবং তাঁর পুত্রবধূর ওই ভিডিও সেই কারণেই ভাইরাল ব্যাপকহারে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Trikuta ki mumma (@laddu_or_gopal_ki_maiyya_)