আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ডিএ নিয়ে। কবে থেকে পাবেন তারা এই টাকা। জানুয়ারি মাস থেকেই ডিএ যদি চালু হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সবথেকে বেশি খুশি হবেন। তবে সেখান থেকে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। ডিএ ঠিক কবে থেকে চালু হবে তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট দিন স্থির করা হয়নি বা এবিষয়ে কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।
চলতি বছরের ১৬ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীসভা ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছিল। সেবারে ৫৩ শতাংশ মোট ডিএ বেড়েছিল। এর আওতায় ১ কোটি কর্মী এবং পেনশনভোক্তা রয়েছেন। তার আগে চলতি বছরের জানুয়ারি মাসে ৪ শতাংশ হারে ডিএ বেড়েছিল। সেবারে ৪ শতাংশ হারে ডিএ বেড়েছিল। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের জানুয়ারি মাসেই ফের ৩ শতাংশ হারে বাড়তে পারে ডিএ।
যদি এটি কার্যকর হয় তাহলে মোট ডিএ হবে ৫৬ শতাংশ। ফলে কেন্দ্রীয় সরকার এবার কত দ্রুত ডিএ বৃদ্ধি ঘোষণা করবে সেদিকে তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। উদাহরণ হিসাবে যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাইনে ১৮ হাজার হয়ে থাকে তাহলে তার ৫৪০ টাকা মাইনে বাড়বে। অন্যদিকে যাদের মাইনে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা রয়েছে তাদের মাইনে বাড়বে ৭৫০০ টাকা। যারা পেনশন পান তাদেরও ২৭০ টাকা থেকে বেড়ে হবে ৩৭৫০ টাকা।
অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকার এখনও কোনও সঠিক তথ্য সামনে আনেনি। গোটা বিষয়টি সংসদে বিচারাধীন রয়েছে। তবে যদি নতুন বছরের শুরুতেই যদি ডিএ বাড়ে তাহলে বেশ খানিকটা স্বস্তি ফিরবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তবে অষ্টম বেতন কমিশন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে এই ডিএ। এবার দেখা যাক কবে থেকে এই প্রস্তাবে সবুজ সিগনাল দেয় কেন্দ্রীয় সরকার।
