আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে বচসা। তাই স্বামীকে শায়েস্তা করতে অন্য মহিলার নামে ভুয়ো ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট খোলেন স্ত্রী। সেই অ্যাকাউন্ট থেকে তাঁর নিজের এবং স্বামীর মোবাইলে হুমকি মেসেজ পাঠান। এরপর ঘটনাটিতে সত্যের মোড়ক দিতে পুলিশে অভিযোগ দায়ের করেন স্ত্রী! এতেই সব পর্দা ফাঁস হয়ে যায়। শেষমেষ অভিযোগকারিণীকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ৬ অগাস্ট সাইবার ক্রাইম সাউথ পুলিশ স্টেশনের দল গুরুগ্রামের সোহনার টাওয়ার কিউ-এর বাসিন্দা প্রিয়া মিশ্র নামে অভিযুক্তকে হেফাজতে নেয়। ২৯ মে, গুরুগ্রামের সাইবার ক্রাইম সাউথ পুলিশ স্টেশনে এক মহিলার কাছ থেকে একটি অভিযোগ পাওয়া যায়, যিনি দাবি করেন যে, তিনি এবং তাঁর স্বামী উভয়ই একজন মহিলা পরিচালিত একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন।

অভিযোগের পর, প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয় এবং সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম) প্রিয়াংশু দিওয়ান (এইচপিএস)-এর নেতৃত্বে তদন্ত শুরু হয়। এর পর পুলিশ আধিকারিক নবীন কুমারের নেতৃত্বে পুলিশ পরে আবিষ্কার করে যে, অভিযোগকারিণী নিজেই হুমকির পিছনে ছিলেন।

জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন যে- স্বামীর সাসঙ্গে তাঁর ব্যক্তিগত সমস্যা ছিল। সেই বিরোধের জেরে, মহিলা একজন ভুয়ো নামধারী মেয়ের নামে একটি ভুয়ো ইনস্টাগ্রাম আইডি তৈরি করেন। তারপর নিজেকে এবং তাঁর স্বামীকে হুমকি বার্তা পাঠান। এরপর সেগুলি আসল বলে প্রমাণ করার জন্য তিনি পুলিশের কাছে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে।

পুলিশ মহিলার কাছ থেকে এই কাজের জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। ঘটনার তদন্ত জারি আছে।