আজকাল ওয়েবডেস্ক: বাড়ির দেওয়ালে যদি নোনা ধরে তাহলে সেই ঘরে থাকা হয়ে উঠতে পারে অসহ্যকর। এই ধরণের পরিবেশে যদি আপনি থাকেন তাহলে আপনার দেহে নানা ধরণের রোগের বাসা হতে পারে। নিজেকে যদি এই পরিস্থিতি থেকে সরাতে চান তাহলে সেই ব্যবস্থা নিতে হবে আপনাকেই।

 

চিকিৎসকরা জানিয়েছেন, নোনা ধরা ঘরে যারা থাকেন তাদের দেহে নানা ধরণের রোগের বাসা হতে পারে। সেই তালিকায় রয়েছে সর্দিকাশি, যক্ষ্মা, মাথা ধরা, হাপানি, নানা ধরণের অ্যালার্জি, দেহে নানা ধরনের ছত্রাকের আগমন ইত্যাদি। এই ধরণের পরিবেশে যারা থাকেন তাদের চোখের নানা রোগও হতে পারে। ফলে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া থেকে শুরু করে নানা ধরণের চোখের রোগ তৈরি হতে পারে।

 

নোনা ধরা ঘরের দেওয়াল যেকোনও ধরণের আসবাব নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে কাঠের আসবাসপত্র অতি সহজেই নষ্ট হয়ে যেতে পারে। যদি কেউ বহু বছর ধরে নোনা ধরা ঘরে বাস করেন তাহলে তার দেহে নানা ধরণের শীতের ছত্রাক বাসা বাঁধতে পারে। সেই ছত্রাক যদি সঠিক চিকিৎসা না পায় তাহলে আগামীদিনে তা বড় ধরণের রোগ তৈরি করতে পারে।

 

এই ধরণের রোগ বড়দের থেকে বেশি ক্ষতি করতে পারে শিশুদের। যদি ঘরে সদ্যোজাত সন্তান থাকে তাহলে তার ক্ষেত্রে এই ধরণের নোনা ঘর প্রায় মৃত্যুপুরীর সমান। তারা যদি পর্যাপ্ত আলো-বাতাস না পায় তাহলে তারা অতি সহজেই সেগুলির শিকার হয়ে যায়। সেখানে নানা ধরণের শর্দিজাতীয় রোগের শিকার হতে পারেন তারা। অনেক সময় দেখা যায় যদি চিকিৎসকের কাছে যেতে দেরি হয়ে যায় তাহলে সেই শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই নোনা ধরা ঘর থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। যদি দেখেন ঘরে নোনা ধরেছে সেই জায়গাটি দ্রুত সারিয়ে তুলুন। নাহলে নানা ধরণের রোগের বাসা হবে আপনার দেহে। অসুস্থ করে তুলতে পারে আপনার পরিবারকেও।