আজকাল ওয়েবডেস্ক : পেঁয়াজ নিয়ে চোখে জল আমজনতার। প্রতি সপ্তাহেই দাম বাড়ছে পেঁয়াজের। দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কোথায় কী, দেশের সর্বত্রই পেঁয়াজের দাম বাড়ছে। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে দিল্লিতে পেঁয়াজ বিকোচ্ছে ৬০ টাকা প্রতি কেজি দরে। চন্ডীগড়েও প্রায় এক অবস্থা। এইভাবে চলতে থাকলে আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়ে যাবে বলেই আশঙ্কা করছেন সকলে।

 

যদিও মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন এই পরিস্থিতি বেশিদিন চলবে না। কৃষকদের কাছ থেকে সঠিক মাত্রায় পেঁয়াজ না পাওয়ার কারণেই এই দাম বাড়ছে। গত বছরের পুরনো স্টক প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ এখনও বাজার পর্যন্ত পৌঁছয়নি। তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত বছরে তিনবার পেঁয়াজ চাষ করা হয়। মহারাষ্ট্রের পেঁয়াজ চাষীরা ফসল কেটে নিয়েছেন। এবার অক্টোবর মাসের পেঁয়াজের চাষ চলছে।

 

পাশাপাশি এবারে দেশে বৃষ্টির পরিমান অনেকটাই বেশি ছিল। ফলে দেশের বিভিন্ন অংশে পেঁয়াজ চাষ মার খেয়েছে। ভারতের পেঁয়াজ বিদেশের মাটিতেও রপ্তানি হয়। সেখানে শ্রীলঙ্কা, আরব এবং বাংলাদেশের বাজারে ভারতের পেঁয়াজের চাহিদা তুঙ্গে থাকে। তবে বর্তমানে সেই রপ্তানি কিছুটা হলেও কমিয়েছে ভারত। চলতি বছরের ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে।

 

তার আগে পেঁয়াজের দাম কমার কোনও লক্ষণ নেই বলেই জানা গিয়েছে। তবে বাজারে যখন নতুন পেঁয়াজ উঠে যাবে তখন এই দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলেই মনে করা হচ্ছে। তবে তার আগে এখন পেঁয়াজ যে কোথায় গিয়ে মানুষকে কাঁদিয়ে ছাড়বে সেকথা কেউই বলতে পারছেন না।